বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৫ জুলাই ২০১৯
বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিলো পাকিস্তান

ফাইল ছবি

বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে টসে হারলো বাংলাদেশ। অন্যদিকে জটিল সমীকরণে সেমিফাইনালের সম্ভাবনায় থাকা পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এ ম্যাচে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন ইনজুরিতে আক্রান্ত হয়ে ভারতের বিপক্ষে না খেলা মাহমুদউল্লাহ। এছাড়া একাদশে রাখা হয়েছে মেহিদী হাসান মিরাজকে। অন্যদিকে একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির ও রুবেল হোসেন।

ম্যাচটিকে ঘিরে মাশরাফির যে না খেলার গুঞ্জন শুরু হয়েছিল সেটাকে অসত্য প্রমাণ করে মাঠে নেমেছেন তিনি। বিশ্বকাপের নিজের শেষ ম্যাচে মাশরাফিই নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া গতকাল অনুশীলনের সময় চোট পাওয়া মুশফিকুর রহীরও রয়েছেন একাদশে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজ লাল রঙের জার্সি গায় দিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দীন এবং মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন আফ্রিদি।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

১৯৯৯ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশ

১৯৯৯ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশ

বাংলাদেশকে ৩১৬ রানে হারাতে চায় পাকিস্তান!

বাংলাদেশকে ৩১৬ রানে হারাতে চায় পাকিস্তান!

অনুশীলনে আঘাত পেয়েছেন মুশফিক

অনুশীলনে আঘাত পেয়েছেন মুশফিক