লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ এএম, ০৬ জুলাই ২০১৯
লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। দ্বাদশ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেন ফিজ।

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে অনার্স বোর্ডে নাম তুললেন মোস্তাফিজ। এর আগে বাংলাদেশের পক্ষে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ডান-হাতি পেসার শাহাদাত হোসেন। তবে তামিম-শাহাদাত এমন কীর্তি গড়েছেন টেস্ট ফরম্যাটে। ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে অনার্স বোর্ডে নাম উঠলো মোস্তাফিজের।

২০১০ সালের ২৭ মে লর্ডসে দ্বিতীয়বারের মতো টেস্ট খেলতে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় টাইগাররা। ফলে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৫০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। বাংলাদেশের পেসার শাহাদাত বল হাতে ৯৮ রানে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়ে টাইগাররা। ফলে-অনে পড়ে দারুণ লড়াই করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ায় বাংলাদেশ। ১৫টি চার ও ২টি ছক্কায় ১০০ বলে ১০৩ রান করে অনার্স বোর্ডে নাম তুলেন তামিম।

তামিমের সেঞ্চুরিতে ইনিংস হার এড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৩৮২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফলে ম্যাচ জয়ের জন্য ১৬০ রানের টার্গেট ইংল্যান্ডকে দিতে পারে বাংলাদেশ। সেই লক্ষ্যে ২ উইকেটে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে ইংল্যান্ড।

নিয়মনুযায়ী লর্ডসের ভেন্যুতে কোন ব্যাটসম্যান অন্তত সেঞ্চুরি, কোন বোলার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট এবং ম্যাচে ১০ উইকেট পেলে সম্মানস্বরূপ লর্ডসের প্যাভিলিয়নের পাশে বড় বোর্ডে ঐ খেলোয়াড়ের নাম লেখা থাকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ