কে হচ্ছে নতুন চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১২ জুলাই ২০১৯
কে হচ্ছে নতুন চ্যাম্পিয়ন

বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া আগে সাতবার সেমিফাইনাল খেলে কখনো পরাজিত হয়নি। সেই অস্ট্রেলিয়াকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ৮ উইকেটে হারিয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে প্রথম সেমিফাইনালে আসরের ফেবারিট তকমা লাগানো ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

রোববার (১৪ জুলাই) লর্ডসের ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। দু’দলের মধ্যে কোন দলই কখনও শিরোপার স্বাদ পায়নি। ফলে বিশ্বকাপ ক্রিকেট নিশ্চিতভাবেই নতুন কোন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। তবে সে দলটি কে তার জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত।

বার্মিংহামে বৃহস্পতিবার সেমিফাইনালে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ইংলিশরা। অস্ট্রেলিয়াকে ২২৩ রানে গুটিয়ে দয়ে ১০৭ বল বাকি রেখেই জয় তুলে নিয়েছে তারা।

১৯৯২ সাল অর্থাৎ ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশরা। এছাড়া ১৯৯৬ বিশ্বকাপে সর্বশেষ নতুন কোন চ্যাম্পিয়ন পেয়েছিল ক্রিকেট বিশ্ব। সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

তবে নতুন কোনো দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল ২০১৫ বিশ্বকাপে। কিন্তু নিউজিল্যান্ডকে সে ফাইনালে হেসে-খেলে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া।

ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনটি আসর বসেছিল ইংল্যান্ডে। এবারও ইংলিশদের মাটিতে বসেছে ক্রিকেটের সবচেয়ে বড় এ টুর্নামেন্ট। এটি নিয়ে মোট পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হলো ইংল্যান্ড। সর্বোচ্চ সাতবার ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় ক্যাঙ্গারুর দেশটি।

তিনবার করে ফাইনালে উঠেছিল ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ দুবার করে চ্যাম্পিয়ন হয় ভারত, ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা একবার চ্যাম্পিয়ন আর দুইবার রানার্সআপ হয়। এশিয়ার আরেক দেশ পাকিস্তান দুইবার ফাইনালে ওঠে একবার শিরোপা জেতে আর একবার রানার্সআপ হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আম্পায়ারের ‘ভুলের’ প্রতিবাদ করায় রয়কে জরিমানা

আম্পায়ারের ‘ভুলের’ প্রতিবাদ করায় রয়কে জরিমানা

আমরা দুঃখিত, কিন্তু বিধ্বস্ত নই : কোহলি

আমরা দুঃখিত, কিন্তু বিধ্বস্ত নই : কোহলি