দুই চমক নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৬ জুলাই ২০১৯
দুই চমক নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সফর উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে ১৪ সদস্যের স্কোয়াডে দুটি চমক রেখেছে বিসিবি। মাশরাফি বিন মর্তুজাকে নেতৃত্বে এ সফরে যাচ্ছেন তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ডানহাতি পেসার আবু জায়েদ রাহীকে রাখা হয়নি শ্রীলঙ্কা সফরে। এছাড়া সাকিব আল হাসানের মতোই ছুটি চাওয়ায় উইকেটরক্ষক ও ব্যাটসম্যান লিটন দাসও নেই এ সফরে।

তাদের দু’জনের পরিবর্তে শ্রীলঙ্কা সফরে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তারা স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

মাশরাফির নেতৃত্বে সদ্য শেষ করা বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজটি খেলবে। এর আগে ২৩ জুলাই খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। সফর উপলক্ষে ২০ জুলাই দেশ ছাড়বেন টাইগাররা।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং এনামুল হক।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলনে মাশরাফি

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলনে মাশরাফি

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্টিভ রোডসকে বিদায় জানালো বিসিবি

স্টিভ রোডসকে বিদায় জানালো বিসিবি