পাকিস্তানকে হারিয়ে ভারতের শিরোপা অক্ষুণ্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ এএম, ২২ জানুয়ারি ২০১৮
পাকিস্তানকে হারিয়ে ভারতের শিরোপা অক্ষুণ্ন

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফাইনালে ২ উইকেটে পরাজিত করে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ন রেখেছে ভারত।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাকর ফাইনালে ভারতের পক্ষে সুনীল রমেশ দুর্দান্ত ৯৩ রানের ইনিংস উপহার দেন। এর আগে ২০১৪ সালে ভারত পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে এই বিশ্বকাপের শিরোপা জিতেছিল।

৪০ ওভারে ৩০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা দুর্দান্ত হয়ছিল। ১৫ ওভারে ১ উইকেটে ১১১ রান সংগ্রহের পরে হঠাৎ করেই রান আউটের ফাঁদে দ্রুত ২ উইকেট হারিয়ে ১৬ ওভারে ১১৬ রানে ভারতের স্কোর দাঁড়ায় ১১৬। অধিনায়খক অজয় তিওয়ারি (৬২) ও সুনীল মিলে ২৫ ওভারে ভারতের স্কোর নিয়ে যান ১৯০’এ। ৩৫ ওভারে রমেশ যখন আউট হন তখন ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২৭১। এরপর অবশ্য বাকি কাজটুকু সেড়েছেন অজয়।

এর আগে প্রথমে ব্যাটিং থেকে পাকিস্তান ৪০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর মুনীর (৫৭)। এছাড়া রিয়াসাত খান ৪৮ ও নিসার আলি করেছেন ৪৭ রান। ভারতের হয়ে দীপক মালিক ও রামবির দুটি করে উইকেট দখল করেছেন। এর আগে গ্রুপ ম্যাচেও ভারত পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করেছিল।

শ্রীলঙ্কাকে ১৫৬ রানে পরাজিত করে পাকিস্তান ও বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে ভারত ফাইনাল নিশ্চিত করেছিল। বিশ্বকাপের শিরোপ অক্ষুণ্ন রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো ভারতীয় দলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে নিয়ে ছক্কা মারলো শাইনপুকুর

মাশরাফিকে নিয়ে ছক্কা মারলো শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ারে কে খেলবেন কোন দলে

ঢাকা প্রিমিয়ারে কে খেলবেন কোন দলে

ভারতকে হোয়াইটওয়াশ করতে দ.আফ্রিকায় সবুজ পিচ

ভারতকে হোয়াইটওয়াশ করতে দ.আফ্রিকায় সবুজ পিচ

হাসপাতালে ভর্তি পেলে

হাসপাতালে ভর্তি পেলে