পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসির ‘রসিকতা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯
পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসির ‘রসিকতা’

বৃষ্টির কারণে শুক্রবার পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ভেস্তে গেছে। বৃষ্টির মাত্রা এতটাই বেশি ছিল যে, ৪০ মিনিটের মধ্যে প্রথম ওয়ানডে পরিত্যক্ত করেন ম্যাচ পরিচালনাকারীরা।

এদিকে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার ১০ মিনিটের মধ্যে ২৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ওয়ানডেও পরিত্যক্ত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে পিসিবি জানায়, ২৪ ঘণ্টা পিছিয়ে অর্থাৎ ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ তারিখ হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাথে আলোচনা করেই দ্বিতীয় ওয়ানডে পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে পিসিবি এমন কাণ্ড নজরে পড়েছে ক্রিকেট বিশ্বের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিসিবির এমন কাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা-হাসি তামাশাও হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েনি ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রসিকতা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে আইসিসি ক্রিকেট ভক্তদের কাছে প্রশ্ন করে লিখেছে, ‘কেউ কখনো শুনেছেন, এত বেশি বৃষ্টি হয়েছে যে খেলা শুরুর দু’দিন আগেই তা পরিত্যক্ত হয়ে গেছে?’


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির ডিজিটাল স্বত্ব লাভ করলো ফেসবুক

আইসিসির ডিজিটাল স্বত্ব লাভ করলো ফেসবুক

দীর্ঘায়িত হলো পাকিস্তানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

দীর্ঘায়িত হলো পাকিস্তানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, পেছালো টি-২০

বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, পেছালো টি-২০

আবারও সিএবির সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি

আবারও সিএবির সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি