ইমার্জিং কাপে সৌম্য-আফিফ, অধিনায়ক শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১০ নভেম্বর ২০১৯
ইমার্জিং কাপে সৌম্য-আফিফ, অধিনায়ক শান্ত

চতুর্থ ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ইমার্জিংএশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের দলে থাকা সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব এবং আবু হায়দার রনিও রয়েছেন এ দলে।

৫০ ওভারের এ টুর্নামেন্টের জন্য রোববার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ১৪, ১৬ ও ১৮ নভেম্বর যথাক্রমে হংকং, ভারত ও আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এবং ‘বি’ গ্রুপের লড়াই হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। ২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড