সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২০
সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি

ফাইল ছবি

টাইগারদের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে বাংলোদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে জাতীয় দলের জার্সি গায়ে খেলা চালিয়ে যাবেন এই নড়াইল এক্সপ্রেস।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটে এক সংবাদ সম্মেলনে মাশরাফি এসব কথা বলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার (৬ মার্চ) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অর্থাৎ অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার এটাই শেষ ম্যাচ। 

বিশ্বকাপের সময় থেকেই সমালোচনা হচ্ছিল মাশরাফির পারফর্ম্যান্স ও ফিটনেস নিয়ে। পুরো বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। এছাড়া বিপিএলে ঢাকা প্লাটিুনের জার্সতেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। আর তাইতো চারিদিকে শুরু হয়ে গিয়েছিল আলোচনা, সমালোচনা।

সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন যে, জিম্বাবুয়ে সিরিজই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ। তবে, সে যদি সাধারণ খেলোয়াড় হিসেবে খেলতে চায় তার যদি ফর্ম থাকে সে খেলতে পারবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানান তিনি। বিসিবি সভাপতির কথার সুর ধরে মাশরাফি জানান বিসিবি চাইলে জাতীয় দলের জার্সিতে খেলতে চান।

তিনি আরও বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কারণ, আপনি যদি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু রেডি পান তাহলে তো আর আপনার কোনো কিছু করার আকাঙ্ক্ষা থাকে না। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচে ‘থাকছে না’ মুশফিক

স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচে ‘থাকছে না’ মুশফিক

সেমিফাইনাল না খেলেও ফাইনালে ভারতের মেয়েরা

সেমিফাইনাল না খেলেও ফাইনালে ভারতের মেয়েরা

এনগিডি-মালানে প্রোটিয়াদের সিরিজ জয়

এনগিডি-মালানে প্রোটিয়াদের সিরিজ জয়