সেমিফাইনাল না খেলেও ফাইনালে ভারতের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৫ মার্চ ২০২০
সেমিফাইনাল না খেলেও ফাইনালে ভারতের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো ভারতের নারীরা। মেসিফাইনালে না খেলেও পয়েন্ট টেবিলে এগিয়ে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় জানিয়ে ফাইনালে পা রাখলো তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। বিশ্বকাপের সেমিফাইনালে কোন রিজার্ভ ডে না থাকায় গ্রুপ পর্বের পয়েন্ট বিবেচনায় চূড়ান্ত হয় বিশ্বকাপের ফাইনালিস্ট। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জয় লাভ করে ভারতের মেয়েরা আর চার ম্যাচের তিনটিতে জয় লাভ করে ইংল্যান্ডের মেয়েরা।

গ্রুপ পর্বে ৮ পয়েন্ট নিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত আর ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার্স-আপ ইংল্যান্ড। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় না খেলেও বিদায় নিতে হলো ইংলিশ মেয়েদের।
sportsmail24
সেমিতে উঠেও না খেলে বিদায় নেয়ার পর ইংলিশ অধিনায়ক হিদার নাইট রীতিমত হতাশ। তিনি বলেন, ‘সত্যিই এটা হতাশাজনক। এভাবে আমরা বিশ্বকাপ শেষ করতে চাইনি।সেমিফািইনালে কোনো রিজার্ভ ডে নেই, খেলার জন্য সুযোগটাও পেলাম না। আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারেই আমাদের আজ কপাল পুড়েছে।’

সেমিফাইনলে রিজার্ভ ডে থাকা উচিত ছিল বলে মনে করছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি খেলার সুযোগ হলো না। তবে এখানে যে নিয়ম আছে, আমাদের সেটা মানতেই হবে। ভবিষ্যতে রিজার্ভ ডে রাখতে পারলে ভালো হবে। প্রথম দিন থেকেই আমরা জানতাম, সবগুলো ম্যাচ (গ্রুপপর্বে) জিততে হবে আমাদের, কেননা যদি কোনো কারণে সেমিফাইনাল খেলা না হয়, তখন কঠিন হয়ে যাবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

চার বিশ্বকাপের তিনটিতেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য

চার বিশ্বকাপের তিনটিতেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য

বিশ্বকাপ  থেকে ছিটকে গেলেন পেরি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেরি

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা