টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০৮ মার্চ ২০২০
টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

মাশরাফি বিন মর্তুজা দায়িত্ব ছাড়ার পর টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব কার হাতে উঠছে বিষয়টি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এদিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (রোববার) বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৮ মার্চ) বিসিবি বোর্ড মিটিং রয়েছে। সেখানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নিয়ে আলোচনা হবে। এছাড়া পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য কনসালটেন্সি প্রতিষ্ঠান বাছাইয়ের জন্য একটি কমিটি করা হবে।

গত শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে আন্তজাতিক ক্যারিয়ারের অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি বিন মর্তুজা। নানা আলোচনা-সমালোচনার পর তার একদিন আগে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র চারটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। তার মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিলে পাকিস্তানের শেষ দফার সফরে। এছাড়া আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সূচিতে ওয়ানডে ম্যাচ বেশি না থাকলেও দীর্ঘ মেয়াদের অধিনায়ক নির্বাচনের বিষয়ে ভাবছে বিসিবি। তবে কার হাতে উঠছে ওয়ানডে দলের নেতৃত্ব সেটিই এখন দেখার অপেক্ষা।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

কে হচ্ছেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক

কে হচ্ছেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক

নেতৃত্ব ছাড়লেও আপনি আমাদের প্রিয় ‘মাশরাফি ভাই’ : সাকিব

নেতৃত্ব ছাড়লেও আপনি আমাদের প্রিয় ‘মাশরাফি ভাই’ : সাকিব