নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৯ জুন ২০২০
নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

দীর্ঘদিন ধরে অফ ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। সর্বশেষ ২১ ইনিংসে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি তো দূরে থাক, হাফ-সেঞ্চুরির দেখাও পাননি তিনি। এমন অবস্থার পরও নির্বাচকরা তার উপর আস্থা রাখার কারণে ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন তিনি।

নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে ও রানে ফিরতে মুখিয়ে আছেন ব্র্যাথওয়েট। এজন্য নিজ দেশের কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের কাছে নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ নিয়েছেন তিনি। লন্ডনে দলের সাথে থেকেই ম্যানচেস্টারে ভিডিও কনফারেন্সে হেইন্সের কাছ থেকে ব্যাটিং টিপস নেন ব্র্যাথওয়েট।

ব্র্যাথওয়েট বলেন, ‘বার্বাডোজে হেইন্সের সাথে আমি কথা বলেছি। আমাদের দু’জনের সম্পর্ক সব সময়ই ভালো। অনেক আগ থেকেই আমাদের পরিচয়। আমি যখন বার্বাডোজ দলে আসি হেইন্স তখন ম্যানেজার ছিলেন। তখন থেকেই তার সাথে পরিচয়। তিনিও ক্রিকেট ক্যারিয়ারে ওপেনার ছিলেন। তাই তার কাছ থেকে ব্যাটিং টিপস নিতে সুবিধা হয়।’

ব্যাট হাতে ফর্ম ফিরে পেতে ব্র্যাথওয়েটকে টিপস দিয়েছেন হেইন্স। মানসিকভাবে ব্র্যাথওয়েটকে শক্ত থাকতে বলেছেন হেইন্স। এমনটা জানালেন ব্র্যাথওয়েট, ‘আমাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমাদের আলোচনার অনেকটা জুড়ে ছিল, ব্যাটিং কেন্দ্রিক। ব্যাটিংকে খুব জটিল না ভাবা। নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন হেইন্স। দিনের তিন ঘণ্টা খেলা বাকি আছে বা এক ঘণ্টা ওপেনার হিসেবে তখন কাজটা কঠিন হয়ে পড়ে। কিন্তু মানসিকভাবে তখন তিনি শক্ত ছিলেন। মানসিক দিকগুলি নিয়েই কথা হয়েছে এবং তিনি সহায়তা করেছেন, সাহস দিয়েছেন।’

২০১১ সালে টেস্ট অভিষেক হয় ব্র্যাথওয়েটের। ৫৯ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩,৪৯৬ রান করেছেন তিনি। ২০১৮ সালের জুলাইয়ে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টানা দুই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির করেছিলেন ব্র্যাথওয়েট। এরপর থেকেই রান খড়ায় ভুগছেন তিনি।

সময়টা খারাপ গেলেও ইংল্যান্ডের পুরনো স্মৃতি সাহস দিচ্ছে ব্র্যাথওয়েটকে। কারণ ইংল্যান্ডে সুখস্মৃতি রয়েছে তার। ২০১৭ সালে ইংল্যান্ড সফরে লিডস টেস্টের দু’ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১৩৪ ও ৯৫ রান। আর ওই টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৫ উইকেটে।

তাই অতীত থেকে আত্মবিশ্বাস নেওয়ার চেষ্টাও করছেন ব্র্যাথওয়েট। তিনি বলেন, ‘প্রায় তিন বছর আগে ইংল্যান্ড সফরে আমি দু’টো ভালো ইনিংস খেলেছিলাম। ওই ম্যাচে আমরা জিতেছিলাম। সেদিকে তাকিয়ে আমি দেখতে পারি ভালো যা কিছু করেছিলাম, তবে সেটি এখন অতীত। এখন আমাকে নতুন করে আবার দেখাতে হবে এবং তবে ওই স্মৃতি আমাকে সাহস দিচ্ছে।’

ইংল্যান্ডের বিপক্ষে গত সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্য দলের সেটিও জানালেন ব্র্যাথওয়েট। এজন্য শুরুতে দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব তারই। সেটি করতে প্রস্তুত ব্র্যাথওয়েট।

তিনি বলেন, ‘এই সফরে দলের সবাই ভালো করতে চায়। আমাকে ইনিংস শুরু করতে হবে। আমি প্রস্তুত। নিজের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে চাই। আমরা সকলে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো