অক্টোবরে হতে পারে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ২৪ জুলাই ২০২০
অক্টোবরে হতে পারে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

ফাইল ফটো

চলতি বছরের আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরের দুয়াল খুলেতে যাচ্ছে। কোভিড-১৯ এর মাহামারির কারণে স্থগিত হওয়া শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজের সফর সূচি অক্টোবরে পুনর্নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত টেস্ট সিরএজর সূচি অক্টোবরে পুনর্নির্ধারিত হতে পারে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটা তথ্য জানানো হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে তিন ম্যাচের এ টেস্ট সিরিজটি আয়োজনের কথা ছিল জুলাই ও আগস্টের মাঝামাঝি সময়ে। কিন্তু করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে সেটি স্থগিত হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, যত দ্রুত সম্ভব টেস্ট সিরিজটি সম্পন্ন করতে চায় দুই দেশের বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির তিনটি বড় টুর্নামেন্টের সূচির ফাঁকেই আমাদের সুযোগ বের করে নিতে হবে। এখনই আমাদেরকে সেটি নিয়ে কাজ করতে হবে। আমরা জানি টুর্নামেন্টের তারিখ নির্ধারিত আছে। এখন আমাদের সূচি নিয়েই এর ফাঁকে কাজ করতে হবে।’

বিসিবি এ কর্মকর্তা বলেন, ‘এ বছরের শেষভাগে এ টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে দুই দেশই ইতিবাচক। আমরা এ বিষয়ে এসএলসির সঙ্গে কথা বলছি। কারণ, কোভিড-বিষয়ে উপমহাদেশের অন্য দেশগুলোর তুলনায় শ্রীলঙ্কার অবস্থা অপেক্ষাকৃত ভালো। সেখানে পরিস্থিতি খুব বেশি খারাপের দিকে যায়নি। আমরাও অ্যাওয়ে ম্যাচের দিকেই বেশি মনোযোগি।’

বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হলে আয়ারল্যান্ডের সিরিজ পুনর্নির্ধারণের পরিকল্পনাও করছে বাংলাদেশ। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেকে আতিথেয়তার বিষয়টিও মাথায় রেখেছে বিসিবি।

নিজামুদ্দিন বলেন, ‘আমরা ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে কথা বলব। যদিও আয়ারল্যান্ডের আবহাওয়া কিছুটা হুমকি। যথা সময়ে আমরা এ বিষয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের বিষয়টিও থাকবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সূচি পুনর্নির্ধারণে শ্রীলঙ্কার সাথে আলোচনায় বিসিবি

সূচি পুনর্নির্ধারণে শ্রীলঙ্কার সাথে আলোচনায় বিসিবি

নতুন নিয়মের সবকিছুই পেসারদের বিপক্ষে : তাসকিন

নতুন নিয়মের সবকিছুই পেসারদের বিপক্ষে : তাসকিন

শ্রীলঙ্কায় এইচপি দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ভাবছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় এইচপি দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ভাবছে বাংলাদেশ

মনোবিদের ক্লাসে নারী ও যুব ক্রিকেটাররা

মনোবিদের ক্লাসে নারী ও যুব ক্রিকেটাররা