উইকেট হারিয়েও বড় লিডে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৪ মার্চ ২০১৮
উইকেট হারিয়েও বড় লিডে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকান বোলাররা দ্বিতীয় ইনিংসে চেপে ধরেছে অস্ট্রেলিয়াকে। ২১৯ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে স্টিভেন স্মিথের দল। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে লিডটা ইতোমধ্যেই ৪০০ পেরিয়ে গেছে সফরকারিদের। ডারবান টেস্টে তৃতীয় দিন শেষে তারা এগিয়ে ৪০২ রানে।

তৃতীয় দিন তিন সেশনে ৩টি করে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতেও ডারবান টেস্টে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বেশি দূর এগোতে না দেওয়ায় সফরকারীদের এই ক্ষতিটা চোখে লাগছে না। কারণ এরই মধ্যে ১ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ৪০২ রানের লিড নিয়েছে অসিরা।

প্রথম ইনিংসে ৩৫১ রান করা অস্ট্রেলিয়া মিচেল স্টার্কের নৈপুণ্যে এগিয়ে থাকলো দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পরও। জবাব দিতে নেমে অসি পেসারের বোলিংয়ে মাত্র ১৬২ রানে প্রথম ইনিংসে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শনিবার স্টাম্পড হওয়ার আগে অস্ট্রেলিয়ার শেষ ইনিংসের স্কোর ছিল ৯ উইকেটে ২১৩ রান।

১৮৯ রানের লিড নিয়ে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। কেশব মহারাজ প্রথম সেশনে দুটি উইকেট নিয়ে তাদের ৩ উইকেটে ১১২ রানে লাঞ্চে পাঠান। চা বিরতিতে যাওয়ার আগে অসিরা ১৭৫ রানেই হারায় ৬ উইকেট। শেষ সেশনের ৩ উইকেটই নিয়েছেন মর্নে মরকেল।

শেষ সেশনে ৩ উইকেট নেন মরকেলএদিন অস্ট্রেলিয়ার পক্ষে ইনিংস সেরা পারফরম্যান্স করেছেন ক্যামেরন ব্যানক্রফট। ৫৩ রান করেন তিনি। ডিন এলগারের কাছে এলবিডাব্লিউ হওয়া স্টিভেন স্মিথ করেন দ্বিতীয় সেরা ৩৮ রান। এদিন আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান অস্ট্রেলিয়ান অধিনায়ক।

প্যাট কামিন্স ১৭ ও জশ হ্যাজেলউড ২ রানে খেলছিলেন। মহারাজ ও মরকেল তিনটি করে উইকেট নিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব নেই, রিয়াদের নেতৃত্বে দলে ফিরলো লিটন

সাকিব নেই, রিয়াদের নেতৃত্বে দলে ফিরলো লিটন

টাইগারদের লক্ষ্য ফাইনাল খেলা

টাইগারদের লক্ষ্য ফাইনাল খেলা

উইলিয়ামসনের সেঞ্চুেরিতেও হারলো নিউজিল্যান্ড

উইলিয়ামসনের সেঞ্চুেরিতেও হারলো নিউজিল্যান্ড

ইতিহাসে প্রথম এক ঘণ্টা দুই হ্যাটট্রিক

ইতিহাসে প্রথম এক ঘণ্টা দুই হ্যাটট্রিক