ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ এএম, ২২ অক্টোবর ২০২০
ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

ফাইল ফটো

দ্বিতীয়বারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ভারত। বাংলাদেশের পর এবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে মার্চ থেকে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। ভারতের ক্রিকেটও থমকে যায়। দেশে এখনও করোনা প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। করোনার কারণে ভারত-ইংল্যান্ড সিরিজও শঙ্কায় রয়েছে।

তবে সকল শঙ্কা ও গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দেশের মাটিতেই জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলেছেন, ‘এখনও সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও চার মাস সময় আছে। তবে আমাদের পরিকল্পনায় দেশের মাটিতে ক্রিকেট ফেরানো। আহমাদাবাদ, ধর্মশালা ও কলকাতা হতে পারে টেস্ট ম্যাচ। এর মধ্যে একটি গোলাপি বলের টেস্টের পরিকল্পনা রয়েছে।’

মরুরদেশে আইপিএল নিয়ে সন্তোস প্রকাশ করেন গাঙ্গুলি। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, ‘খেলোয়াড়দের মাঠে ফেরানো প্রধান লক্ষ্য ছিল। এতো সুন্দরভাবে সবকিছু হচ্ছে দেখে ভালো লাগছে। কড়া প্রটোকলে থাকলেও খেলোয়াড়রা সবকিছু উপভোগ করছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত

অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে