দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ এএম, ২২ নভেম্বর ২০১৯
দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

কলকাতায় নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টে গোলাপী বলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। কেন গোলাপি বলে দিন-রাতের টেস্ট, কেমন হবে এ ম্যাচটি? ভারতীয় মাটিতে গোলাপী বলের সিম মুভমেন্ট কেমন হবে? ব্যাটসম্যান না বোলার সুবিধাটা কে পাবেন? শেষ মুহূর্তে ক্রিকেট মহলে এ প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে।

গোলাপী বল অস্ট্রেলিয়ায় প্রথম চালু হয় এবং সেই টেস্ট ম্যাচেই গোলাপী বল ব্যবহার করা হয়। ভারতের কলকাতাতেও গোলাপী বলে খেলা হবে দিবা-রাত্রির টেস্ট। কেন দিন-রাতের টেস্ট গোলাপী বলের ব্যবহার, প্রশ্নের উত্তরে ক্রিকেট বিশেষজ্ঞদের আভিমত, ফ্লাড লাইটে লাল বল দৃশ্যমান হয় না।

সাদা বলের তো প্রশ্নই নেই। সেক্ষেত্র দুই রঙকে মিশিয়ে তৈরি হওয়া গোলাপীকেই দিন-রাতের টেস্টের জন্য নির্ধারিত করা হয়েছে। কারণ ফ্লাড লাইটের আলোতে গোলাপীবলই দৃশ্যমান হয় বেশি যা ভারতে পরীক্ষিত। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কৃত্রিম আলোয় উজ্জ্বল রাখার জন্য গোলাপী বলকে অতিরিক্ত পালিশ করা হয়।
sportsmail24
মোট তিন থেকে চারবার এ বলে রঙ দেওয়ার প্রক্রিয়া চলে। সে কারণে লাল বল যত তাড়াতাড়ি বিবর্ণ হয়, গোলাপী বল এত তাড়াাতাড়ি খারাপ বা পুরনো হয় না । আর সে কারণে গোলাপী বলে সুইং বেশি হয় বলেই জানান বিশেষজ্ঞরা।

লাল বল ‘র’ লেদার দিয়ে তৈরি হয়। তাই তাতে রঙ ধরে খুব ভালো। শুকোয় ও তাড়াতাড়ি। তাই লাল বল তৈরি করতেও বেশি সময় লাগে না। কিন্তু গোলাপী বলে কয়েক খেপে রং লাগিয়ে পালিশ করতে হয় বলে বল তৈরি করতে সাত থেকে আটদিন সময় লেগে যায়।
sportsmail24
রিভার্স সুইং! ফ্লাাড লাইটে দৃশ্যমান ও চকচকে রাখার জন্য গোলাপী বলে লাল বলের থেকে অতিরিক্ত পালিশ করা হয়। তাই এ বল সহজে পুরনো হয় না বা রঙ হারায় না। এ বলে রিভার্স’র পরিবর্তে সুইং বেশি হওয়ার কথা। অনেক ক্ষেত্রে স্পিনাররা গোলাপী বলে লাভবান হতে পারেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার টেস্টে ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ : ভেট্টোরি

কলকাতার টেস্টে ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ : ভেট্টোরি

প্রতি বছরই দিবা-রাত্রির টেস্ট চান সৌরভ গাঙ্গুলি

প্রতি বছরই দিবা-রাত্রির টেস্ট চান সৌরভ গাঙ্গুলি

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট