একাদশে রোহিত, সাইনির অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২১
একাদশে রোহিত, সাইনির অভিষেক

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ভারত। দ্বিতীয় টেস্ট থেকে তৃতীয় টেস্টের একাদশে দু’টি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন ওপেনার রোহিত শর্মা। আর অভিষেক হতে যাচ্ছে পেসার নবদীপ সাইনির।

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি রোহিত। সুস্থ হয়ে উঠায় তৃতীয় টেস্টের একাদশে যুক্ত হয়েছেন তিনি। ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের পরিবর্তে সুযোগ হয়েছে তার। প্রথম দু’টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি আগারওয়াল। ৪ ইনিংসে তিনি রান করেছেন মাত্র ৩১।

দেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে নভেম্বরে কলকাতায় দিবা-রাত্রির টেস্ট খেলেছিলেন রোহিত। ওই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩২ টেস্ট খেলা রোহিত। এবার নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি না থাকায় রোহিতের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করছে ভারত।

এছাড়া দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়া পেসার উমেশ যাদবের পরিবর্তে আরেক পেসার নবদীপ সাইনিকে একাদশে নিয়েছে ভারত। একাদশে সুযোগ পাওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন শার্দুল ঠাকুর ও টি নটরাজনও। তবে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সাথে তৃতীয় পেসার হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন সাইনি। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে তার।

ইতোমধ্যে দেশের হয়ে ৭টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইনি। ওয়ানডেতে ৬টি ও টি-টোয়েন্টিতে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা রয়েছে সফররত ভারত ও স্বাগতিক অস্টেলিয়া। ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় শুরু হবে।

ভারতের একাদশ
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি ও মোহাম্মদ সিরাজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

ভারত-অস্ট্রেলিয়ার সামনে এবার এগিয়ে যাওয়ার মিশন

ভারত-অস্ট্রেলিয়ার সামনে এবার এগিয়ে যাওয়ার মিশন

দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার বড় পরাজয়, সিরিজ জিতলো প্রোটিয়ারা

দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার বড় পরাজয়, সিরিজ জিতলো প্রোটিয়ারা

ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান

ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান