ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৭ জানুয়ারি ২০২১
ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ক্রিকেট দল। করোনাভাইরাসের শঙ্কায় উইন্ডিজ দলের সিনিয়র ১২ খেলোয়াড় সফরে না থাকলেও তাদেরকে হালকাভাবে নিতে নারাজ বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। বলেন, জরুরি হচ্ছে আমাদেরকে ভালো খেলতে হবে।

বুধবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে হয়তো ওদের কিছু নামকরা খেলোয়াড় আসতেছে না। হয়তো প্রতিষ্ঠিত ক্রিকেটার আসতেছে না। তার মানে এটা নয় যে, ওয়েস্ট ইন্ডিজের অন্য খেলোয়াড়রা ওই পর্যায়ের নেই। ওদের স্ট্যান্ডার্ড অনেক ভালো। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে খেলছেন, আপনার দলের খেলোয়াড়েরা কিভাবে খেলছে।’

সিনিয়ররা না আসায় নতুন-পুরোনো মিলে ১৫ সদস্য নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলে অনেক নতুন খেলোয়াড় বা অনভিজ্ঞ খেলোয়াড় না থাকায় বাংলাদেশের জন্য সহজ হবে বিষয়টি মানতে নারাজ আকরাম খান।

তিনি বলেন, ‘এটা খুবই কঠিন। ওয়েস্ট ইন্ডিজের ভালো টিমের সঙ্গেও আমরা জিতেছি। কিন্তু খারাপ দলের সঙ্গে যে জিতবো এমন কোন কথা নেই। জরুরি হচ্ছে আমাদেরকে ভালো খেলতে হবে। সে দিকেই আমরা মনোযোগ দিচ্ছি। যেন আমরা বোলিং-ব্যাটিং-ফিল্ডিং, তিন বিভাগেই ভালোভাবে খেলতে পারি।’

আবরাম আরও বলেন, ‘এটাও আমাদের মাথায় রাখতে হবে যে, অনেকদিন পর আমরা টেস্ট এবং ওয়ানডে খেলবো। তাই দুই পক্ষের জন্যই বিষয়টি চ্যালেঞ্জিং। ওদের জন্যও যেমন চ্যালেঞ্জ, নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছে। সেটা আমাদের জন্য আরও বড় একটা চ্যালেঞ্জ।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের পারফরম্যান্সের বিষয়ে নজর রাখা ছাড়াও আরও একটি বিষয়ে বিশেষভাবে নরজ রাখছে। আর তা হলো প্রাণঘাতি করোনাভাইরাস কারণে সকরের স্বাস্থ্য সুরক্ষা।

বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান বলেন, ‘আরেকটি জরুরি বিষয় তা হলো- আগে আমরা খেলোয়াড়দের যে খেলার পারফরম্যান্সের দিকে বেশি নজর দিতাম কিন্তু এখন কোভিডের কারণে যে জৈব-সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে- তা যেন আল্লাহর রহমতে সফলভাবে করতে পারি। কারণ, আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের সিরিজ কিন্তু পুরোপুরি শেষ করতে পারেনি। তো সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং। সবাই দোয়া করবেন, যেন আমরা সেটা ভালোভাবে করতে পারি।’

প্রায় এক মাসের সফরে ১০ জানুয়ারি ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। একই দিন আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ঢাকায় পৌঁছে তিনদিন কোয়ারেন্টিনে থেকে করোনা পরীক্ষা দেবে উইন্ডিজরা। এরপর চতুর্থ দিন থেকে অনুশীলনের সুযোগ পাবেন তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ২০, ২২ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি।

এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু ১১ ফেব্রুয়ারি, ঢাকার মিরপুরে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজদের পাঁচ দফা করোনা পরীক্ষা করবে বিসিবি

উইন্ডিজদের পাঁচ দফা করোনা পরীক্ষা করবে বিসিবি

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

বাংলাদেশ দলে নতুন মুখ : ওয়ানডে ক্রিকেটে চারজন, টেস্টে দু’জন

বাংলাদেশ দলে নতুন মুখ : ওয়ানডে ক্রিকেটে চারজন, টেস্টে দু’জন

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস