বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ, ফিরলেন ম্যাথুজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৯ এপ্রিল ২০২১
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ, ফিরলেন ম্যাথুজ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) ঘোষিত দলে ডাক পেয়েছেন নতুন এক মুখ। এছাড়া দলে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েছেন বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। তার পরিবর্তে টেস্ট দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেলেন আরেক বা-হাতি স্পিনার ২২ বছর বয়সী প্রবীন জয়াবিক্রমা।

দশটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন উঠতি তারকা জয়াবিক্রমার ঝুলিতে রয়েছে ৪০ উইকেট। এছাড়া দলে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন লাহিরু কুমারা। এছাড়া পারিবারিক কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্পিডস্টার দুসমন্থ চামিরা।

বুধবার (২১ এপ্রিল) থেকে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান ডিকবেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, রোসেন সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাধুশঙ্কা, প্রবীন জয়াবিক্রমা, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা