প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ১৮ এপ্রিল ২০২১
প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

শ্রীলঙ্কানদের বিপক্ষে মূল লড়াইয়ের আগে নিজেদের মধ্যে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল।ম্যাচের প্রথম দিনেই রান পেয়েছেন লাল দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। অন্যদিকে, ভালো বল করলেও মাত্র ১টি উইকেট শিকার করতে পেরেছে সবুজ দলের বোলাররা।

শনিবার (১৭ এপ্রিল) তামিম ইকবালের নেতৃত্বে লাল দল এবং টেস্ট অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে সবুজ দল প্রস্তুতি ম্যাচ খেলে। ম্যাচের প্রথম দিন শেষে ১ উইকেটে ৩১৪ রান করেছে। তামিম ইকবাল ৬৩, সাইফ ৫২, শান্ত ৫৩ এবং মুশফিক ৬৬ রান করে স্বেচ্ছায় অবসরে যান।

এছাড়া ৪৮ রানে স্বেচ্ছায় অবসরে যান নুরুল হাসান সোহান। আর ২৪ রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের রান পাওয়ার বিষয়টিবে ইতিবাচকভাবে দেখছেন টপ-অর্ডার নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পাঠানো বিসিবির ভিডিও বার্তায় শান্ত বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রস্তুতি, টেস্ট ম্যাচ শুরুর আগে। যেটা করতে চেয়েছিলাম, পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। আশা করি, এই শেপে যদি ব্যাট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’

শ্রীলঙ্কায় অনেক গরম। ফলে ব্যাটিং-বোলিং দুটোই খুব চ্যালেঞ্জিং। শান্ত বলেন, ‘অবশ্যই ওটা তো চ্যালেঞ্জিং। আসলে ওটা নিয়ে খুব বেশি কিছু বলার সুযোগ নেই। কারণ, এই আবহাওয়াতেই আমাদের খেলতে হবে।’

বোলারদের বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শুরুতে বোলাররা ভালো বল করেছে। ২০-২৫ ওভার পর ব্যাটিং অনেক সহজ ছিল। আমার মনে হয় ব্যাটসম্যানরা যারা আমরা ব্যাট করছি, খুব ভালো শেপে ব্যাট করছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছি।’

টেস্ট ক্রিকেট ধৈর্য খেলা, শান্তও সেটা মনে করিয়ে দিয়েছেন। বলেন, ‘অবশ্যই টেস্ট খেলাটাই ওই রকম। আমার কাছে মনে হয় যে, যত ধৈর্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে, সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। লম্বা চিন্তা না করে, আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি, তাহলে আরেকটু সহজ হবে। ওটাই প্ল্যান যে, আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে বুধবার (২১ এপ্রিল)। রোববার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ছাড়াও মূল লড়াইয়ের আগে আরও দুইদিন সময় পাবে বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : মমিনুল

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : মমিনুল