শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরির বিপরীতের একমাত্র শিকারি শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ৩০ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরির বিপরীতের একমাত্র শিকারি শরিফুল

সিরিজের প্রথম টেস্টের ন্যায় দ্বিতীয় ম্যাচেও দাপট দেখাচ্ছেন ব্যাটাররা। পাল্লেকেলে প্রথম দিনেই শ্রীলঙ্কার দুই ওপেনার তুলে নিয়েছেন জোড়া সেঞ্চুরি। পুরো ৯০ ওভার বল করে যেখানে বাংলাদেশের ‘সাফল্য’ মাত্র একটি উইকেট। প্রথম দিনের একমাত্র উইকেটটি শিকার করেছেন অভিষিক্ত শরিফুল ইসলাম।

প্রথম দিন শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে রান সংখ্যা ১ উইকেটে ২৯১। ১৩১ রান নিয়ে ওপেনার লাহিরু থিরিমানে এবং ৪০ রান নিয়ে অপরাজিত আছেন ওসাদা ফার্নান্দো।

সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৮ রান করে আউট হয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১২তম সেঞ্চুরি। আর একমাত্র উইকেট শিকার করেছেন বাংলাদেশের ৯৭তম টেস্ট খেলোয়াড় বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম।

সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগের ম্যাচে বাংলাদেশ টস জিতে একই সিদ্ধান্ত নিয়েছিল।

পাল্লেকেলে প্রথম টেস্টেও ব্যাটি উইকেট ছিল। ফলে ড্র হওয়া ওই ম্যাচে পাঁচদিনে মাত্র ২৭টি উইকেট নিতে পেরেছিল বোলাররা। এছাড়া নিম্নমানের ওই উইকেট নিয়ে আম্পায়ার রিপোর্ট করায় একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ধারণা করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে হয়তো উইকেট থেকে বোলাররা সুবিধা পাবেন। তবে প্রথম দিন শেষে তেমনটা বোঝা যাচ্ছে না।

বাংলাদেশের বোলাররা পুরো ৯০ ওভার বল করে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন। শুধু তাই নয়, উইকেটের আশায় অধিনায়ক মমিনুল হক ঘুরিয়ে-ফিরিয়ে ৫ জন বোলারকে ব্যবহার করে একটি উইকেট নিতে পেরেছেন। অভিজ্ঞ চারজনের উইকেট শিকারের ব্যর্থতার দিনে নিজের অভিষেক ম্যাচে উইকেট নিয়েছেন শরিফুল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

ড্র’তে খুশি হলে হবে না, সিরিজ জয় করতে হবে : ডোমিঙ্গো

ড্র’তে খুশি হলে হবে না, সিরিজ জয় করতে হবে : ডোমিঙ্গো

‘দুর্ভাগা’ ছয়জনের ভাগ্যে বদল নেই, দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত দল

‘দুর্ভাগা’ ছয়জনের ভাগ্যে বদল নেই, দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত দল

ডাগআউটে বসেও টেস্ট রোমাঞ্চে মুগ্ধ শরিফুল

ডাগআউটে বসেও টেস্ট রোমাঞ্চে মুগ্ধ শরিফুল