তাসকিনের জোড়া আঘাত, পরাস্ত লাহিরু-ম্যাথুজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ এএম, ০১ মে ২০২১
তাসকিনের জোড়া আঘাত, পরাস্ত লাহিরু-ম্যাথুজ

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৮ রানে আউট হলেও অপরাজিত ছিলেন লাহিরু থিরিমানে। ১৩১ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামা লাহিরু এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় দেড়শতাধিকের দিকেই। তবে সেটি আর হতে দেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। লাহিরুকে ছাড়াও অ্যাঞ্জেলো ম্যাথুজকেও উইকেটে টিকতে দেননি তাসকিন।

দ্বিতীয় দিনের ১৫তম ওভারের প্রথম বলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাসকিনের ১৪০ গতির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লাহিরু থিরিমানে। ২৯৮ বল খেলে ১৫টি চারের মারে ১৪০ রান করেন তিনি। অর্থ্যাৎ, দ্বিতীয় দিন মাত্র ৯ রান যোগ করতে পেরেছেন তিনি।
sportsmail24
২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামা শ্রীলঙ্কা ৩১৩ রানে দ্বিতীয় উইকেট হারায়। দ্বিতীয় ম্যাচে তাসকিনের এটি প্রথম উইকেট। এর আগে প্রথম দিন বাকি উইকেটটি নিয়েছেন অভিষেক ম্যাচে খেলতে নামা শরিফুল ইসলাম।

লাহিরু থিরিমানে সাজঘরে ফেরার পর উইকেটে আসা অ্যাঞ্জেলো ম্যাথুজকেও টিকতে দেননি তাসকিন। ডান দিকে ঝাপিয়ে পড়ে ক্যাচবন্দি করেন উইকেটকিপার লিটন দাস। মাত্র ৫ রান করে ম্যাথিউস সাজঘরে ফিরলে ৩১৯ রানে তৃতীয় উইকেট হারায শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০ বছরের রেকর্ড ভাঙলেন করুনারত্নে -থিরিমান্নে

২০ বছরের রেকর্ড ভাঙলেন করুনারত্নে -থিরিমান্নে

অভিষিক্ত শরিফুলের বলে পরাস্ত সেঞ্চুরিয়ান করুনারত্নে

অভিষিক্ত শরিফুলের বলে পরাস্ত সেঞ্চুরিয়ান করুনারত্নে

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

ড্র’তে খুশি হলে হবে না, সিরিজ জয় করতে হবে : ডোমিঙ্গো

ড্র’তে খুশি হলে হবে না, সিরিজ জয় করতে হবে : ডোমিঙ্গো