২০ বছরের রেকর্ড ভাঙলেন করুনারত্নে -থিরিমান্নে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ৩০ এপ্রিল ২০২১
২০ বছরের রেকর্ড ভাঙলেন করুনারত্নে -থিরিমান্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরম্যাটে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তারা।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পাতবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলের হয়ে ইনিংস শুরু করেন করুনারত্নে ও থিরিমান্নে। ৬৩ দশমিক ১ ওভার ব্যাট করে ২০৯ রান করেন তারা।

করুনারত্নে ও থিরিমান্নের জুটি ভাঙেন অভিষেক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়ে ফেলের তারা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে এ ২০৯ রানই সর্বোচ্চ।

এর আগের রেকর্ডটি ছিল ১৪৪ রানের। ২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে ১৯ দশমিক ৪ ওভারে ১৪৪ রান করেছিলেন মারভান আতাপাত্তু ও ঐ ম্যাচের অধিনায়ক সনাথ জয়সুরিয়া। আতাপাত্তু ও জয়সুরিয়ার রেকর্ড দখলে নিলেন করুনারত্নে ও থিরিমান্নে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরির বিপরীতের একমাত্র শিকারি শরিফুল

শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরির বিপরীতের একমাত্র শিকারি শরিফুল

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

বার্সায় ফিরতে ‘মরিয়া’ নেইমার, পিএসজি চাচ্ছে মেসিকে

বার্সায় ফিরতে ‘মরিয়া’ নেইমার, পিএসজি চাচ্ছে মেসিকে

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট

পাল্লাকেলের উইকেট ছিল ‌নিম্নমানের, ডিমেরিট পয়েন্ট