ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ এএম, ৩১ মে ২০২১
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ইংল্যান্ড উদ্দেশ্যে উড়াল দিবে ভারতীয় ক্রিকেটাররা। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয়রা। উক্ত সিরিজটি অনুষ্ঠিত হবে ডিউক বলে। ডিউক বল এবং ঘরের মাঠে- সব মিলিয়ে ইংল্যান্ড-ভারত লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

সম্প্রীতি এক সাক্ষাৎকারে মাইকেল ভন জানান, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো খুবই কঠিন কাজ। তিনি বলেন, 'ঘরের মাঠে ইংল্যান্ডই জিতবে। প্রত্যেকবার ইংল্যান্ড যখন ভারত সফরে যায়, তাদের হেরে ফিরতে হয়। আবার প্রত্যেকবার ভারত যখন ইংল্যান্ডে আসে, তখন ঠিক উল্টো ফলাফল হয়। ঘরের মাঠে ডিউক বলে ইংল্যান্ডকে হারানো যথেষ্ট কঠিন।'

মাইকেল ভন মনে করেন ব্যাটিংয়ে দুই দলের মূল তারকারাই রান পাবেন। বিশেষ করে তিনি বিরাট কোহলি ও জো রুটের কথা উল্লেখ করেন। একই সাথে বুমরাহ ও ক্রিস উকস নিজ নিজ দলের হয়ে সর্বাধিক উইকেট লাভ করবে বলেও বিশ্বাস ভনের।

মাইকেল ভন মনে করেন এই সিরিজে ক্রিকেট ভক্তদের বেশি নজর থাকবে কাইল জেমিসন ও ঋষভ পান্থের উপর। এ প্রসঙ্গে ভন বলেন, 'আমি প্রথমেই বলব কাইল জেমিসনের কথা। সে অসাধারণ টেস্ট ক্যারিয়ার শুরু করেছে। তারপর অবশ্যই আমি ঋষভ পান্থের কথা বলব। ও ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে তারকা হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ও দুর্দান্ত পারফরম্যান্স করেছে।'

আগামী মাসের ১৮-২২ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলবে ভারত। এরপর ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে হবে। আগামী ৪ আগস্ট থেকে এই টেস্ট সিরিজ শুরু হবে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা নবমবার ডিপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটন

টানা নবমবার ডিপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটন

ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের

ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের

ওয়াসিম আকরামকে নিয়ে কোহলির মন্তব্য ভাইরাল

ওয়াসিম আকরামকে নিয়ে কোহলির মন্তব্য ভাইরাল