বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৭ জুলাই ২০২১
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য

হারারে স্পোর্টস ক্লাবে মাঠে বুধবার (৭ জুলাই) টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং কোপা আমেরিকার ডামাডোলে হয়তো সবাই এ খবর ভুলেও গিয়েছে। দেড় বছর পর টেস্টে দুই দল আবারও মুখোমুখি হচ্ছে। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ সর্বশেষ মাঠে নেমেছিল আট বছর আগে, ২০১৩ সালে।

টেস্ট ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত ১৭ বার মাঠে নেমেছিল। এর মধ্যে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দুই দলই সমান ৭ বার করে ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে। আর বাকি তিন ম্যাচের ফলাফল ছিল ড্র।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে সবচেয়ে বড় জয় ২০২০ সালে ঢাকা টেস্টে। সে ম্যাচে ইনিংস এবং ১০২ রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ২০১১ সালের পর বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার সব টেস্টেই ফল এসেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেট ৫৬০ রান। ২০২০ সালে ঢাকা টেস্টে এ কীর্তি গড়ে টাইগাররা। অপরদিকে জিম্বাবুয়ের সর্বোচ্চ সংগ্রহ ৭ উইকেটে ৫৪২ রান। জিম্বাবুয়ের এ রেকর্ডে বয়স দাড়িয়েছ ২০ বছর। ২০০১ সালে চট্টগ্রাম টেস্টে এ রেকর্ড গড়েন তিনি।

দুই দলের টেস্ট পরিসংখ্যানে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রেন্ডন টেইলর। তিনি ১১ টেস্টে ৫ সেঞ্চুরিতে করেছেন ১০৬৬ রান। অপরদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তিনি ৯ টেস্টে ২ সেঞ্চুরি এবং ৩ সেঞ্চুরিতে করেছেন ৮৪৬ রান।

বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচে সেরা বোলার বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তিনি ৬ ম্যাচে শিকার করেছেন ৪১ উইকেট। আর জিম্বাবুয়ের পক্ষে পেসার কাইল জার্ভিস ৫ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট।

উইকেটের পিছনের রেকর্ডেও এগিয়ে আছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৯ ম্যাচে ২১ টি ডিসমিসাল করেছেন। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সেরা উইকেটরক্ষক টাইটেন্ডা টাইবু। তিনি মাত্র ৫ ম্যাচ খেলেই করেছে ২০ টি ডিসমিসাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের নতুন স্কোয়াড, নেতৃত্বে বেন স্টোকস

পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের নতুন স্কোয়াড, নেতৃত্বে বেন স্টোকস

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই উইলিয়ামস-আরভিন, অধিনায়ক টেইলর

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই উইলিয়ামস-আরভিন, অধিনায়ক টেইলর

তামিমের জন্য অপেক্ষা, মাহমুদউল্লাহর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

তামিমের জন্য অপেক্ষা, মাহমুদউল্লাহর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ছোট ফরম্যাটে আফগান নেতা রশিদ খান

ছোট ফরম্যাটে আফগান নেতা রশিদ খান