ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ এএম, ২২ জুলাই ২০২১
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ওলি রবিনসন। এছাড়াও দলে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস।

চলতি বছরে ৪ আগস্ট ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের সিরিজ। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রও এ টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে।

চলতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পেসার ওলি রবিনসন। তবে পুরাতন বিভিন্ন বিতর্কিত টুইটের কারণে সাময়িক নিষেধাজ্ঞায় পড়েন তিনি। এবার সে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন রবিনসন।

এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন হাতের ইনজুরিতে পড়েন বেন স্টোকস। ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরলেও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি। সেই বেন স্টোকস ফিরেছেন ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে।

ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন জোফরা আর্চার এবং ক্রিস ওকস। তবে দলে ফিরেছেন জশ বাটলার, জনি বেয়ারস্টো এবং স্যাম কারান। চার বছর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন ওপেনার হাসিব হামিদ।

ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রুইলি, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লওরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, মার্ক উড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

স্টার্ক-হ্যাজলেউডের বোলিং তোপে ক্যারিবিয়ানদের সহজেই হারালো অজিরা

স্টার্ক-হ্যাজলেউডের বোলিং তোপে ক্যারিবিয়ানদের সহজেই হারালো অজিরা

দীপক চাহারের ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

দীপক চাহারের ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম