নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৩ নভেম্বর ২০২১
নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

ফাইল ফটো

বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ওই দুই সিরিজ শেষে খুব বেশি সময় পাবেন না টাইগাররা। উড়াল দিবেন নিউজিল্যান্ডে। সেখানে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষে নতুন বছরের প্রথম দিনেই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডে আগের মতোই বাংলাদেশ ক্রিকেট দলকে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। ফলে পাকিস্তানের বিপক্ষে ৮ ডিসেম্বর টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টাইগারদের হাতে খুব বেশি থাকবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১ জানুয়ারি।

বিশ্বকাপ শেষ না হতেই শুক্রবার (১৩ নভেম্বর) নতুন মৌসুমের সূচি জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২২ সালের মার্চ পর্যন্ত ঘোষিত সূচিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ছাড়াও ভারতীয় মেয়েদের আথিতেয়তা দেবে নিউজিল্যান্ড। যাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেট দলের সফরের মধ্যে দিয়ে শুরু হবে নতুন বছর।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের সফরে টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা কথা ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না। নিউজিল্যান্ডের ঘোষিত সূচি শুধুমাত্র দুটি টেস্ট ম্যাচের সূচি উল্লেখ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, বেয় ওভালে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি। ৫ জানুয়ারি শেষ হওয়ার পর তিনদিন বিরতি দিয়ে ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এদিকে, নিউজিল্যান্ডে যাওয়ার আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৯ নভেম্বর। একই মাঠে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। এরপর শুরু হবে টেস্ট সিরিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

মিরপুরের ফাঁকা গ্যালারি ভরে উঠবে পাকিস্তান সিরিজে

মিরপুরের ফাঁকা গ্যালারি ভরে উঠবে পাকিস্তান সিরিজে