বৃষ্টির দিনে ওয়েস্ট ইন্ডিজের টেল-এন্ডারদের লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ২৪ নভেম্বর ২০২১
বৃষ্টির দিনে ওয়েস্ট ইন্ডিজের টেল-এন্ডারদের লড়াই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৮৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় দিন বৃষ্টির সাথে সাথে ব্যাট হাতে লড়াই করেছেন ওয়েস্ট ইন্ডিজের টেল-এন্ডার ব্যাটাররা।

দ্বিতীয় দিন শেষে ৪২ ওভারে ৬ উইকেটে ১১৩ রান তুলে ৪ উইকেট হাতে নিয়ে ২৭৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনের শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে তৃতীয় দিন শেষে ৮০ ওভারে ৯ উইকেটে ২২৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১ উইকেট হাতে নিয়ে ১৬২ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

গল টেস্টের তৃতীয় দিন দাপট দেখিয়েছে বৃষ্টি। বৃষ্টির দাপটে সারাদিনে খেলা হয়েছে মাত্র ৩৮ ওভার। তবে বৃষ্টিকে পাশ কাটিয়ে ব্যাট হাতে লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজের টেল-এন্ডার ব্যাটাররা।

ব্যাট হাতে কাইল মায়ার্স ২২ ও জেসন হোল্ডার ১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। মায়ার্স ৪৫ রানে থামেন। ৩৬ রানে ফিরেন হোল্ডার। দলীয় ১০০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জুটি বেঁধেছিলেন মায়ার্স ও হোল্ডার।

সপ্তম উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তারা দুজন। ১২ রানের ব্যবধানে আউট হন মায়ার্স ও হোল্ডার। এরপর নবম উইকেটে ৪৯ রান যোগ করেন জসুয়া ডি সিলভা ও রাকিম কর্নওয়াল।

৮০তম ওভারের শেষ বলে আউট হন ৩৯ রান করা কর্নওয়াল। তবে ৭০ বল খেলে ১১ রানে অপরাজিত ডি সিলভা। অন্যদিকে, বল হাতে শ্রীলঙ্কার দুই স্পিনার প্রবীন জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিস ৩টি করে উইকেট তুলে নিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, শঙ্কা ঢাকাতেও

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, শঙ্কা ঢাকাতেও

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

চট্টগ্রাম টেস্টের আগে দুইদিনের প্রস্তুতি নিবে বাংলাদেশ-পাকিস্তান

চট্টগ্রাম টেস্টের আগে দুইদিনের প্রস্তুতি নিবে বাংলাদেশ-পাকিস্তান

ওয়ানডে সেঞ্চুরির মর্যাদা পাচ্ছে না শারমিন সুপ্তার শতক

ওয়ানডে সেঞ্চুরির মর্যাদা পাচ্ছে না শারমিন সুপ্তার শতক