নির্ধারিত সময়ের আগেই শুরু হবে দ্বিতীয় দিনের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৭ নভেম্বর ২০২১
নির্ধারিত সময়ের আগেই শুরু হবে দ্বিতীয় দিনের ম্যাচ

সফররত পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ম্যাচ শুরু হওয়ার নির্ধারণ সময় সকাল ১০টা। শুক্রবার (২৬ নভেম্বর) বন্দর নগরী চট্টগ্রামে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্টের প্রথম দিনের খেলা ৫ ওভার আগেই শেষ হয়েছে। আলো স্বল্পতার কারণে ৮৫ ওভার পর খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। ফলে দ্বিতীয় দিনের ম্যাচ ১৫ মিনিট আগে শুরু করা হবে।

শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারিরা এ সিদ্ধান্ত নিয়েছেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও টেস্টে ভালো করার প্রত্যাশায় মমিনুল হকের দল বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টে চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়লেও লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে স্বস্তিতে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানে চার উউকেট হারানোর পর ৪১২ বলে ২০৪ রানে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও মুশফিক।

তাদের দুজনের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে প্রথম দিন শেষ বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৫৩ রান। ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে ১১৩ রানে লিটন এবং ৮২ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লিটন-মুশফিকের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি, স্বস্তিতে বাংলাদেশ

লিটন-মুশফিকের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি, স্বস্তিতে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

‘মাথা কাটা’-টিকিট কাণ্ডের পর বাংলাদেশ বানানে বিসিবির ভুল!

‘মাথা কাটা’-টিকিট কাণ্ডের পর বাংলাদেশ বানানে বিসিবির ভুল!

বিসিবির চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো

বিসিবির চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো