বিসিবির চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৭ নভেম্বর ২০২১
বিসিবির চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো

বিশ্বকাপ ব্যর্থতার পর ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকার রায়ান কুকের সাথে সম্পর্ক শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই তালিকায় যোগ হলেন আরেক দক্ষিণ আফ্রিকান। বিসিবির সাথে আর চুক্তি নবায়ন করছেন না বাংলাদেশ জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

শুক্রবার (২৬ নভেম্বর) স্যোশাল মিডিয়ায় দীর্ঘ এ পোস্টের মাধ্যেমে জুলিয়ান ক্যালেফাতো নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার ইনিংস শেষ (আপাতত)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর আমি ভেবেচিন্তে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৯ সালের আগস্টে প্রাথমিকভাবে দুই বছরের জন্য টাইগারদের ফিজিও হিসিবে বিসিবিতে যোগ দেন ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো।ন যা চলকি নভেম্বরে শেষ হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড় করোনা মহামারির মাঝেও বাংলাদেশে থেকে তামিম-তাসকিনদের সেবা করেছেন জুলিয়ান ক্যালেফাতো। তবে আপাতত তিনি বিশ্রাম নিতে চান। জুলিয়ান ক্যালেফাতো বিসিবির সাথে চুক্তি নবায়ন না করার বিষয়টি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও নিশ্চিত করেছেন।

চুক্তি নবায়ন না করার বিষয়ে জুলিয়ান ক্যালেফাতো বলেন, ‘মহামারীর মাঝে আন্তর্জাতিক ভ্রমণকারী ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসাবে সকল সুবিধা থাকা সত্ত্বেও দলের সকল সঙ্গী ও খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ ‘বায়ো-বাবল-লাইফ’-​​এর কোয়ারেন্টাইন এবং ভ্রমণের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। সর্বশেষ ১৮ মাসে ১০০টিরও বেশি পিসিআর পরীক্ষায় আমার নাকের ছিদ্র এখনও ব্যথা করে!’

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তবুও, মূল্যবান ব্যক্তিগত অনেক জিনিস শেখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই চমৎকার সুযোগের জন্য ধন্যবাদ।’

ভারতের বিপক্ষে দিবা-রাত্রি টেস্টসহ বাংলাদেশের দলের সাথে কাটানো সময়ের মধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ জয়কে উল্লেখ করেছেন তিনি।

ক্যালেফাতো বলেন, ‘ইডেন গার্ডেনে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে আমাদের ডে-নাইট পিঙ্ক বলের টেস্ট ম্যাচে জনতার অবিরাম উল্লাস আমার মনে অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জয় অত্যন্ত গর্বিত কিছু।’ অবশেষে তিনি বলেন, ‘এখন শ্বাস নেওয়ার সময়। ঘুমানোর সময়। চুল কাটা জন্য সময়ও?’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘মাথা কাটা’-টিকিট কাণ্ডের পর বাংলাদেশ বানানে বিসিবির ভুল!

‘মাথা কাটা’-টিকিট কাণ্ডের পর বাংলাদেশ বানানে বিসিবির ভুল!

৮ মাস পর ক্রিকেট, ২৬ মাস পর ফিরছে দর্শক

৮ মাস পর ক্রিকেট, ২৬ মাস পর ফিরছে দর্শক

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ