জয়ের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ : ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৯ নভেম্বর ২০২১
জয়ের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ : ডোমিঙ্গো

চট্টগ্রাম টেস্টের শেষ দিনের জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৯৩ রান। ১০ উইকেট হাতে নিয়ে শেষ দিনের তিন সেশনে এমন লক্ষ্য তাড়া করে জয়ের পাল্লা মূলত পাকিস্তানের দিকেই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ধারণা, শেষ দিনে জয়ের আশা নিয়েই মাঠে নামবে মমিনুল হকরা।

সোমবার (২৯ নভেম্বর) চতুর্থ দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো এমন কথা বলেন। তবে বাংলাদেশের জয় পেতে হলে বিশেষ কিছু করতে হবে বলেও স্বীকার করেছেন তিনি।

রাসেল ডোমিঙ্গো বলেন, ‘তাদের (পাকিস্তান) ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে -এটা বিশ্বাস করেই কাল (মঙ্গলবার) মাঠে নামতে হবে। প্রথম আধ ঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম দুই দিন ভালো খেলেছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের বড় সংগ্রহে প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিল বাংলাদেশ। ব্যাটের পর বল হাতেও ভালো করেছে তাইজুল ইসলামরা। পাকিস্তান ক্রিকেট দলকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে ৪৪ রানের লিড নিয়েছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়লেও দ্বিতীয় ইনিংসে সেটি আর পারেনি টাইগাররা। দলের পক্ষে ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন দাসের ফিফটি ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এছাড়া ইয়াসির আলির ৩৬ রান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। ফলে ১৫৭ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।

বাংলাদেশকে গুটিয়ে দিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৯ রান তুলে দিন (সোমবার) শেষ করেছে পাকিস্তান। ফলে শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ৯৩ রান।

সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। তৃতীয় দিনের বেশিরভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। এটা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। এমন পারফরম্যান্স হতাশাজনক ছিল। তৃতীয় দিনের শেষ সেশনই তারা আমাদের চাপে ফেলে দিয়েছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিন শেষে ম্যাচ পাকিস্তানের হাতে

চতুর্থ দিন শেষে ম্যাচ পাকিস্তানের হাতে

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

ম্যাচ এখনও দুই দিকেই আছে : লিটন

ম্যাচ এখনও দুই দিকেই আছে : লিটন

ছবি বিকৃতি, বিসিবির সাথে চুক্তি হারালো কনটেন্ট ম্যাটারস

ছবি বিকৃতি, বিসিবির সাথে চুক্তি হারালো কনটেন্ট ম্যাটারস