উইকেট ফ্ল্যাট ছিল, দায়িত্বহীন ব্যাটিংয়ে হার : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩০ নভেম্বর ২০২১
উইকেট ফ্ল্যাট ছিল, দায়িত্বহীন ব্যাটিংয়ে হার : মমিনুল

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড নিলেও পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ইনিংসেই টপঅর্ডার ব্যাটারদের কাছ থেকে রান পায়নি বাংলাদেশ। উইকেট ফ্ল্যাট থাকলেও অধিনায়ক মমিনুল হকসহ বাকিরাও ছিলেন ক্রমাগত ব্যর্থতার কাতারে। হারের স্বাদ নেওয়ার পর অধিনায়ক জানালেন, আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিৎ ছিল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মমিনুল হক বলেন, ‘এক থেকে চার আমিসহ। আমি বলবো, আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। চার নম্বরে যদি বড় ইনিংস খেলতে পারলে ভালো দিক যেতে পারতাম।’

তিনি বলেন, ‘টেস্ট তো বটেই, যেকোনো ফরম্যাটে ১০ ওভারের মধ্যে যদি ৪ উইকেট হারিয়ে ফেলেন তাহলে যতই চেষ্টা করেন মোমেন্টাম দুই-তিনশো জুটি করলেও বিশাল রান হবে না। ফ্ল্যাট উইকেটে ৩৩০ করে বোলিং করা কঠিন। তাও তাইজুল খুব ভালো করেছিল বলে আমরা ফিরতে (খেলায়) পেরেছিলাম।’

প্রথম ও দ্বিতীয় ইনিংসেই পাকিস্তানের উদ্বোধনী জুটির কাছে পরাস্ত হয়েছে বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতে প্রথম ইনিংসে ১৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৫১ রান পেয়েছে পাকিস্তান। যেখানে প্রথম ইনিংসে ৪৯ রান ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটি নিয়ে মমিনুল বলেন, ‘উদ্বোধনী জুটি অবশ্যই পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেই (৪৯/৪)। দ্বিতিয় ইনিংসেও ওরকম (২৫/৪)। উপরের যদি এ অবস্থায় হয়, তাহলে খেলায় ফেরা কঠিন। উপরে কেউ অবদান রাখলে খেলাটা অন্যরকম হতো।’

দলের ব্যাটাররা রান করতে না পারলেও চট্টগ্রামের মতো ফ্ল্যাট উইকেট চান বলে জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মমিনুল হক। বলেন, ‘এ রকম উইকেট আমার পছন্দ। পুরোপুরি ফ্ল্যাট ছিল। ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল। পেস বোলারদের জন্য কঠিন ছিল।’

ফ্ল্যাট উইকেটে পেস বোলারদের নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটে কীভাবে বল করতে হয়, তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কোচরা আছেন উনারা হয়তো ভালো বলতে পারবেন। বিদেশে বল করা এক রকম, দেশে আরেক রকম।’

টেস্ট ক্রিকেটে ভালো করতে ঘরোয়া টুর্নামেন্টের উপর জোড় দেন মমিনুল। বলেন, ‘আমার মনে হয়, বেশি বেশি চারদিনের ম্যাচ খেলা উচিত। আপনি ইন্ডিয়াতে দেখবেন, তারা প্রচুর ম্যাচ খেলে। আমাদের পেসারদেরও সুযোগ পেলে চারদিনের ম্যাচ খেলা উচিত। এবং ফ্লাট উইকেটে বল করাটা শিখতে হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

৯ম বাংলাদেশি হিসেবে তাইজুলের ১৫০ উইকেট

৯ম বাংলাদেশি হিসেবে তাইজুলের ১৫০ উইকেট

লিটনের শতক রহস্য টি-টোয়েন্টিতে 'বাদ পড়া'

লিটনের শতক রহস্য টি-টোয়েন্টিতে 'বাদ পড়া'