লিটনের শতক রহস্য টি-টোয়েন্টিতে 'বাদ পড়া'

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৮ নভেম্বর ২০২১
লিটনের শতক রহস্য টি-টোয়েন্টিতে 'বাদ পড়া'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই লিটন দাসের পারফর্মেন্স নিয়ে চলছে সমালোচনা। সে সমালোচনার পরও বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন লিটন। শুধু তাই নয়, বিশ্বকাপে করেছেন বাজে পারফর্মেন্স। তাই তো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না লিটন। তবে টেস্ট দলে ফিরেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়াই শতকের রহস্য বলে জানিয়েছেন লিটন নিজেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সবাই যখন পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলো তখন জাতীয় লিগের ম্যাচ খেলতে গিয়েছিলেন। সেখানেই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান। এছাড়াও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা না পাওয়ায় জাতীয় লিগে খেলে নিজেকে প্রমাণ করতে পেরেছেন বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘ বিশ্বকাপের পর জাতীয় লিগের একটি ম্যাচ খেলেছি। যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার ছিল নিয়েছি। এর বাইরে বেশি কিছু ছিল না।’

এ সময় নিজের ব্যাটিং টেকনিকেও পরিবর্তন এনেছেন লিটন। এর জন্য তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির শিক্ষকদেরও শরণাপন্ন হয়েছিলনে লিটন।

এ বিষয়ে লিটন দাস বলেন, ‘স্টান্স নিয়ে ছোট ছোট কিছু কাজ করেছি। বিকেএসপিতে ফাহিম-মন্টু স্যারের সাথে কথা বলেছিলাম। ছোট একটা জায়গাতে পরিবর্তন হয়েছে। স্টান্স পরিবর্তন করে দিয়েছেন। তবে আমার কষ্ট ছিল, হার্ডওয়ার্ক ছিল প্রচুর।’

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথমদিনে লিটন যখন উইকেটে আসেন তখন দলের অবস্থা ছিল বেশ খারাপ। এসময় অভিজ্ঞ মুশফিকের সাথে জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান লিটন। 

মুশফিকের সাথে দারুণ এ জুটির বিষয়ে লিটন বলেন, ‘দুজনেই খুব টাফ সিচুয়েশনে ব্যাটিংয়ে নেমেছিলাম। একে অন্যকে হেল্প করেছি। মুশফিক ভাই বলছিলেন, যতটুকু পারা যায় চেষ্টা কর। ওই চেষ্টাটাই ছিল।’

টেস্টে বরাবরই ধারাবাহিক লিটন। ধারাবাহিকতা কতদিন ধরে রাখতে সেটা দেখার অপেক্ষাতেই আছেন বাংলাদেশের হাজারো ক্রিকেট সমর্থক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আবিদ-শফিকে পাকিস্তানের সাবধানী শুরু

আবিদ-শফিকে পাকিস্তানের সাবধানী শুরু

ম্যাচ এখনও দুই দিকেই আছে : লিটন

ম্যাচ এখনও দুই দিকেই আছে : লিটন

ওপেনিং জুটিতে পাকিস্তানের দাপট, ৩৪২ বলে শূন্য বাংলাদেশ

ওপেনিং জুটিতে পাকিস্তানের দাপট, ৩৪২ বলে শূন্য বাংলাদেশ

নখদন্তহীন পেস ইউনিট, ভয় দেখাচ্ছে পাকিস্তান

নখদন্তহীন পেস ইউনিট, ভয় দেখাচ্ছে পাকিস্তান