শ্রীলঙ্কা আসছে ঢাকায়, বাংলাদেশ যাচ্ছে চট্টগ্রামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ এএম, ০৮ মে ২০২২
শ্রীলঙ্কা আসছে ঢাকায়, বাংলাদেশ যাচ্ছে চট্টগ্রামে

দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে আজ রোববার (৮ মে) ঢাকা আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কান ক্রিকেট দল ঢাকা আসার দিনে রাজধানী ছাড়ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে বন্দর নগরী চট্টগ্রামে নিজেদের প্রস্তুতি সাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ মে (রোববার) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতে চট্টগ্রামে রওনা হওয়ার আগে প্রথম টেস্টের জন্য দলে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবেন।

চট্টগ্রামে প্রস্তুতি চলাকালীন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের কারণে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে কিছুটা ছেদ পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সেখান থেকে বের হয়ে আসতে চান মমিনুল হকরা।

প্রোটিয়াদের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাংলাদেশ। সফরে শুরুটাও দুর্দান্ত ছিল টাইগারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। তবে ওয়ানডের মতো টেস্টে জ্বলে উঠতে পারেনি, দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় টেস্টে হারের স্বাদ পেলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেকএনা দেশের বিপক্ষে এটি টাইগারদের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির। ২২ টেস্টের মধ্যে মাত্র ১টিতে জিততে পেরেছে টাইগাররা। আর ১৭টিতে হার ও চারটিতে ড্র করে বাংলাদেশ।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে প্রথম ১২ ম্যাচের সবগুলোতেই জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশ হারে পাঁচটিতে, একটি জয় পায় ও ড্র করে চারটিতে। জয়টি ছিল ২০১৭ সালে।

প্রথম টেস্টে বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একাদশে রাহি-বিজয়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একাদশে রাহি-বিজয়

বাংলাদেশ সফরে ব্যাটারদের দিকে তাকিয়ে লঙ্কান কোচ

বাংলাদেশ সফরে ব্যাটারদের দিকে তাকিয়ে লঙ্কান কোচ

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলকে পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলকে পাবে বাংলাদেশ