বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৪ মে ২০২২
বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দিমুথ করুণারত্নে।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল এসএলসি। সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড দিয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সফরে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন রোশান সিলভা। এই কারণে তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন কামিন্দু মেন্ডিস।

সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (৮ মে) বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থাকলেও পরবর্তীতে তা বিকেএসপিতে আয়োজনের অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা। সেখানেই আয়োজিত হবে এই প্রস্তুতি ম্যাচটি।

চলতি বছরের ১৫ মে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে। এই ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলকে পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলকে পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

বাংলাদেশ সফর থেকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ রোক্স

বাংলাদেশ সফর থেকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ রোক্স

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম