নাঈম-সাকিবের জোড়া আঘাত, ম্যাচে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৬ মে ২০২২
নাঈম-সাকিবের জোড়া আঘাত, ম্যাচে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান সাকিব আল হাসান। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে লাসিথ এম্বুলদেনিয়াও ফেরেন প্যাভিলিয়নে। এর আগে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে এক ওভারে দুই উইকেট শিকার করে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ গুটিয়ে দেওয়ার আভাস দেন স্পিনার নাঈম হাসান।

রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের শাসন করেছিল শ্রীলঙ্কা। প্রথম দিনশেষে স্কোরবোর্ডে ৪ উইকেটে ২৫৮ রান তোলে লঙ্কানরা।

সোমবার (১৬ মে) দ্বিতীয় দিনের শুরুতেও বাংলাদশি বোলারদের দেখেশুনে খেলা শুরু করেন শ্রীলঙ্কার দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমাল। দলকে বড় সংগ্রহের দিকেই এগিয়ে নিচ্ছিলেন।

কিন্তু মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই দুই ব্যাটার। বিরতিতে যাওয়ার দুই ওভার আগে পথ হারিয়ে বসে শ্রীলঙ্কা। ১১৪তম ওভারে উইকেটে থিতু হওয়া চান্দিমালকে প্যাভিলিয়নে ফেরান নাঈম হাসান। রিভার্স সুইপ করতে গিয়ে নাঈমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। একই ওভারে স্কয়ার শট করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন নিরোশান ডিকওয়েলা।

বিরতিতে যাওয়ার আগে এটাই ছিল বাংলাদেশের সাফল্য। মধ্যাহ্ন বিরতির পরও সেই সাফল্য ধরে রেখেছে টাইগার স্পিনাররা। দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে বোল্ড করে সাকিব দেখা পান নিজের দ্বিতীয় উইকেটের।

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে সাকিব খেলতে পারবেন কি-না তা নিয়ে সন্দেহ থাকা সাকিবই পর পর দুই বলে ফেরান দুই লঙ্কান ব্যাটারকে। রমেশ মেন্ডিসকে বোল্ড করার পরের বলেই লাসিথ এম্বুলদেনিয়াকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তিনি। রমেশ মেন্ডিস ফেরার পরের বলেই ড্রেসিং রুমে ফেরার পথ ধরায় গোল্ডেন ডাকের শিকার হয়েছেন এম্বুলদেনিয়া।

একপ্রান্তে লঙ্কান ব্যাটাররা যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও অপরপ্রান্তে নিজেকে স্থায়ী করেছেন আগের দিনে সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়ায় ম্যাথিউস, দ্বিতীয় দিনে ব্যক্তিগত দেড়শ রান পার করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার