জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য ২৯ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৭ মে ২০২২
জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য ২৯ রান

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের শেষদিনে ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ২৮ রানের লিড পাওয়ায় শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২৯ রান।

শুক্রবার (২৭ মে) আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস বেশ সাবধানী খেলাই শুরু করেছিলেন। কিন্তু কাসুন রাজিথার নিচু হয়ে আসা বলে পরাস্ত হয়ে দিনের নবম ওভারেই সাজঘরে ফেরেন মুশফিক।

দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সাকিব আল হাসান এবং লিটন দাস। ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে খেলেন সাকিব। স্বভাবসুলভ টেস্ট মেজাজে লিটনও দারুণ সঙ্গ দেওয়ায় প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

দুইজনের ১৬৪ বলে ১০৩ রানের এই জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

আসিথা ফার্নান্দোর দারুণ এক ক্যাচে সাজঘরের পথ ধরেন লিটন দাস। তার পরপরই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান। ৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেকও উইকেটে খুব বেশি সময় কাটাতে পারেননি।  রমেশ মেন্ডিসের বলে ফেরেন তিনি।

এর আগে চতুর্থ দিনের শেষ বিকেলে ১৪১ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৪ রানে দিন শেষ করে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫০৫ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

দুই ইনিংসেই তামিমের ডাক, ক্যারিয়ারে প্রথম

দুই ইনিংসেই তামিমের ডাক, ক্যারিয়ারে প্রথম

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক