বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৬ মে ২০২২
বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে দল বিপদে থাকলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারের ৬১ ম্যাচে ১৯তমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন সাকিব।

এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে স্পিনারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারীদের তালিকায় সেরা দশে নাম লেখালেন সাকিব আল হাসান। তবে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারে ২৪তমস্থানে আছেন সাকিব। ২৪ জনের মধ্যে স্পিনার ও পেসাররা একত্রেই আছেন। তবে এখান থেকে পেসারদের নাম বাদ দেওয়া হলে সাকিব তার নামটি ১০ম স্থানে লিখিয়ে নিলেন।

সাকিবের আগে এ তালিকায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৬৭ বার), অস্ট্রেলিয়ার প্রয়াত শেন ওয়ার্ন (৩৭ বার), ভারতের অনিল কুম্বলে (৩৫ বার), রবীচন্দ্রন অশ্বিন (৩০ বার), হরভজন সিং (২৫ বার), শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৩৪ বার), অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট (২১ বার), নাথান লায়ন (১৯ বার) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (২০ বার)।

বল হাতে সাফল্য পেলেও দল হারের শঙ্কার মাঝে থাকায় চিন্তি রয়েছেন সাকিব আল হাসান। বৃস্পতিবার (২৬ মে) চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় সেশনে ৪ উইকেটে ৩৪ রান সংগ্রহ করেছে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও একই ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম এবং লিটন দাসের দায়িত্বশলি ব্যাটিং এবং জোড়া সেঞ্চুরিতে ৩৬৫ রানের সংগ্রহ গড়তে পারে বাংলাদেশ।

বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫০৬ রানের সংগ্রহ গড়েছে। ফলে প্রথম ইনিংস থেকে তারা ১৪১ রানের লিড পায়। ফলে চতুর্থ দিন শেষে বাংলাদেশ এখনো ১০৭ রান পিছিয়ে রয়েছে। দলের এ অবস্থায় হারের শঙ্কাও রয়েছে। তবে এখান থেকে ম্যাচ বাঁচাপতে হলে প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও মুশফিক-লিটনের মতো মতো জুটি গড়তে হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মমিনুল

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মমিনুল

‘সাকিব ছাড়া সকলের বিকল্প আছে, বোর্ড সভাপতিতেও’

‘সাকিব ছাড়া সকলের বিকল্প আছে, বোর্ড সভাপতিতেও’

অনেক দিন পর টেস্টে সাকিবের বোলিংয়ে পুরনো সেই স্বাদ

অনেক দিন পর টেস্টে সাকিবের বোলিংয়ে পুরনো সেই স্বাদ

অতীব প্রয়োজনে সাকিবকে না পাওয়ায় বোর্ড সভাপতির আক্ষেপ

অতীব প্রয়োজনে সাকিবকে না পাওয়ায় বোর্ড সভাপতির আক্ষেপ