মোস্তাফিজকে ডিউক বলের ধারণা দিলেন কোচ ডোনাল্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ১২ জুন ২০২২
মোস্তাফিজকে ডিউক বলের ধারণা দিলেন কোচ ডোনাল্ড

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বাইরে সাধারণত কোকাবুরা বলেই পুরো খেলে দেশগুলো। এই দুই দেশে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকায় ডিউক বলে এখনো খেলার সুযোগ পাননি কাটার মাস্টার মোস্তাফিজ। এবার কাটার মাস্টারের সেই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ডিউক বলে খেলার সুযোগ পাবেন। এর আগেই বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে ডিউক বলে কাজ শুরু করেছেন মোস্তাফিজ।

দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ারে অ্যালান ডোনাল্ডের ইংল্যান্ড ও কাউন্টি ক্রিকেটে খেলার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাই মোস্তাফিজের সাথে ভাগ করেছেন সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলার।

ডিউক ও কোকাবুরা বলের পার্থক্য ব্যাখ্যা করে ডোনাল্ড বলেন, “এবার কোকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সাথে আমি বেশ পরিচিত। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি এই বলে। এই বলের সিম বেশ খাড়া, যার সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে দেশে ফিরলেও বাংলাদেশে কোনো অনুশীলন সেশন করেননি কাটার মাস্টার।

সরাসরি ওয়েস্ট ইন্ডিজে গিয়েই শুরু করেছেন অনুশীলন সেশন। আইপিএলের পর দীর্ঘদিন বিরতি দিয়ে অনুশীলন সেশনে নামা মোস্তাফিজুরে মুগ্ধ কোচ ডোনাল্ড।

তিনি বলেন, “আজ মোস্তাফিজের সঙ্গে একটা সেশন করেছি। আইপিএলের পর আজই ওর প্রথম বল করা। ওকে এই বল সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এই বলে ওরও প্রথম বোলিং করা। গ্রিপও কিছুটা পরিবর্তন করেছি। সেও বোলিং করে উপভোগ করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটি বোলারদের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ বলা যায়।”

ওয়েস্ট ইন্ডিজে সফর শুরু করার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সেখানে অবশ্য খেলছেন না মোস্তাফিজুর রহমান। দলের প্রস্তুতি ম্যাচচলাকালীন আলাদাভাবে বোলিং কোচের সাথে অনুশীলন করছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের খেলা দেখা নিয়ে শঙ্কা

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের খেলা দেখা নিয়ে শঙ্কা

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

টি-টোয়েন্টি নিয়ে তামিমের বক্তব্যকে মিথ্যা বলছেন পাপন

টি-টোয়েন্টি নিয়ে তামিমের বক্তব্যকে মিথ্যা বলছেন পাপন

অধিনায়ক সাকিবকে সময় দিতে হবে : তামিম

অধিনায়ক সাকিবকে সময় দিতে হবে : তামিম