ছয় উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৮ জুন ২০২২
ছয় উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিং শুরু করা বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল ২ উইকেটে ৫০ রান। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৬ উইকেটে ১১৫ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৪৯ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসান বাহিনী।

তৃতীয় দিনের ১৫তম ওভারেই ফেরেন আগের দিনে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত। কাইল মেয়ার্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন সদ্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মমিনুল হক।

তবে অধিনায়কত্ব ছেড়ে দিয়েও ব্যাড প্যাচ থেকে বের হতে পারেননি মমিনুল হক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১২ বলে করেন ৪ রান। বাউন্ডারির মাধ্যমে আসা এই চার রানেও ছিল ভাগ্যের ছোঁয়া।

সাবেক অধিনায়কের বিদায়ের পর বাংলাদেশি সমর্থকদের ধারণা ছিল হয়তো দলের হাল ধরবেন জয় ও লিটন দাস। তবে উইকেটে সেট হয়ে লিটনও প্যাভিলিয়নের পথ ধরেন। ১৫ বলে ১৭ রান করা লিটন ফেরেন অভিজ্ঞ কেমার রোচের বলে ক্যাচ দিয়ে।

লিটনের বিদায়ের পর ইনিংসের শুরু থেকে হাল ধরে থাকা মাহমুদুল হাসান জয়ও খুব বেশি সময় টিকতে পারেননি। ১৫৩ বলে ৪২ রানের ইনিংস খেলেন ফেরেন। সর্বশেষ ম্যাচগুলোতে রান না পাওয়া মাহমুদুলের আত্মবিশ্বাস হয়তো জোগাবে ৪২ রানের এই ইনিংস।

দ্রুতই চার উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দ্বিতীয় ইনিংসে এখনও ৪৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের এটাই শেষ স্বীকৃত ব্যাটিং জুটি। এই ক্রিকেটার অপরাজিত আছেন যথাক্রমে ২১ বলে ৫ ও ১২ বলে ২ রান করে।

তৃতীয় দিনের প্রথম সেশনে ২৯ ওভার ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ ৬৫ রান। এর আগে প্রথম ইনিংসে ১০৩ রান অলআউট হয়েছিল বাংলাদেশ দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ‘ফ্রিতে’ দেখাচ্ছে বিসিবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ‘ফ্রিতে’ দেখাচ্ছে বিসিবি

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

এখনও জয়ের আশা দেখছে বাংলাদেশ

এখনও জয়ের আশা দেখছে বাংলাদেশ