ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৯ জুন ২০২২
ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

আগের দুইবার জয় দিয়ে অধিনায়কত্ব মিশন শুরু করলেও তৃতীয়বারে একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ দিনেই দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এসেছে ফলাফল। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ টেস্টের প্রথম দিনেই ১০৩ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের পর অ্যান্টিগাতেও ছয় বাংলাদেশি ব্যাটার রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। টানা দুই টেস্টে এই কীর্তি গড়েছে তারা।

প্রথম ইনিংসে ছয় ব্যাটারের শূন্যের পর অধিনায়ক সাকিব আল হাসানের (৫১) হাফ সেঞ্চুরিতে ১০০ পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইগারদের ইনিংস থামে ১০৩ রানে।

জবাবে প্রথম ইনিংসে ক্রেইগ ব্রাথওয়েটের ৯৪ রানে ভর করে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিকদের কম রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

১৬২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। স্কোরবোর্ডে দুই উইকেটে ৫০ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশনে হারায় ৪ উইকেট।

দ্বিতীয় সেশনে অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। এই দুই ব্যাটারের জোড়া অর্ধ শতকে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিবের ৬৪ ও সোহানের ৬৩ রানের কল্যাণে ৮৩ রানের লিড পায় টাইগাররা।

৮৪ রানের কল্যাণে খেলতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলটা ক্যারিবিয়ানদের জন্য অবশ্য খুব একটা স্বস্তির হয়নি। ক্যারিবিয়ান ডেরায় আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। তার বোলিং তোপে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে তারা।

অবশ্য চতুর্থ দিনের শুরুতে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিবিয়ানদের। বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলে দিনের ৭ম ওভারে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে ‘সতর্ক’ করলেন ডোমিঙ্গো

সাকিবকে ‘সতর্ক’ করলেন ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ