ফলোঅনের শঙ্কায় নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
ফলোঅনের শঙ্কায় নিউজিল্যান্ড

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে ছিলেন হ্যারি ব্রুক। কিন্তু নিউজিল্যান্ডে বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনে এই রানটা করতে পারেননি ইংল্যান্ড ব্যাটার।

এদিন মাত্র দুই রান যোগ করে আউট হয়ে ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন। আগেরদিন সেঞ্চুরিতে পৌছানো রুট ১৫৩ রানে অপরাজিত থাকেন। আট উইকেটে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে স্বাগতিকরা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।

ফলেঅনের শংকায় রয়েছে তারা। সাত উইকেটে ১৩৭ রানে দিন শেষ করেছে কিউইরা। তিন উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে তারা এখনও ২৯৭ রান পিছিয়ে। ফলোঅন এড়াতে স্বাগতিকদের এখনও ৯৭ রান দরকার।

আগেরদিন ভালো অবস্থানে থেকে দিন শেষ করা ইংল্যান্ডের রুট ছাড়া বকিরা সুবিধা করতে পারেনি রুট ও ব্রুকে সেঞ্চুরি ছাড়া তৃতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে।

৮৭.১ ওভারে আট উইকেটে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ম্যাট হ্যানরি সর্বোচ্চ চার উইকেট নেন। এছাড়া মিচেল ব্রাসওয়েল দুটি এবং নীল ওয়াগনার ও টিম সাউদি একটি করে উইকেট পান।

জবাবে ঘরের মাটিতে আরেকবার ব্যাটিং ব্যর্থতায় পড়ে নিউজিল্যান্ড। বুড়ো জেমস অ্যান্ডারসন তোপে উইকেটে কেউই থিতুই হতে পারেননি। মাত্র ১০৩ রানে সাত উইকেট হারায় তারা।

টম বøান্ডেল ও টিম সাউদি অষ্টম উইকেট জুটিতে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ পাঁচ ব্যাটার দুই অংকের ঘরে পৌছেছে। কারো হাফ সেঞ্চুরিও নেই।

অ্যান্ডারসন ও জ্যাক লিস তিনটি করে উইকেট নেন। একটি উইকেট পান স্টুয়ার্ট ব্রড।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরি

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরি

দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত ইংল্যান্ড

দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত ইংল্যান্ড

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান