দুই ব্যাটারের ডাবল-সেঞ্চুরি, চালকের আসনে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৮ মার্চ ২০২৩
দুই ব্যাটারের ডাবল-সেঞ্চুরি, চালকের আসনে নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের জোড়া ডাবল-সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ৫৮০ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। উইলিয়ামসন ২১৫ রানে আউট হলেও ২০০ রানে অপরাজিত থাকেন নিকোলস। নিউজিল্যান্ডের পক্ষে একই টেস্টে দুই ব্যাটারের ডাবল-সেঞ্চুরি প্রথম নজির এটি।

জবাবে দ্বিতীয় দিন শেষে ২৬ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেট হাতে নিয়ে ৫৫৪ রানে পিছিয়ে লঙ্কানরা। ওয়েলিংটনে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হওয়া ৪৮ ওভারে ২ উইকেটে ১৫৫ রান করেছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৭৮ রানে আউট হন। উইলিয়ামসন ২৬ ও নিকোলস ১৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন নিউজিল্যান্ড ইনিংসের ৭৬তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১তম সেঞ্চুরির মালিক হলেন উইলিয়ামসন। এতে পেছনে পড়ে গেলেন ৪০টি সেঞ্চুরির মালিক রস টেইলর।

ইনিংসের ১০২তম ওভারে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন নিকোলস। অন্যপ্রান্তে ডাবল-সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন উইলিয়ামসন। ১১০তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন উইলিয়ামসন। এর মধ্যে ঘরের মাঠেই পাঁচটি ডাবল-সেঞ্চুরি আছে তার।

শেষ পর্যন্ত ২১৫ রানে নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ককে থামান শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ২৯৬ বল খেলে ২৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এ ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৮ হাজার রান পূর্ণ করে উইলিয়াসমন।

তৃতীয় উইকেটে নিকোলসের সাথে ৪৬৭ বলে ৩৬৩ রান যোগ করেন উইলিয়ামসন। এ নিয়ে সর্বোচ্চ দ্বিতীয়বার নিউজিল্যান্ডের হয়ে তিনশ রানের জুটি গড়লেন উইলিয়ামসন-নিকোলস।

১১৩তম ওভারে উইলিয়ামন যখন ফিরেন তখন ১৪২ রানে অপরাজিত ছিলেন নিকোলস। ১২৩তম ওভারে ৫৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল-সেঞ্চুরির দেখা পান এ ব্যাটার। তার ডাবল-সেঞ্চুরির পর ৪ উইকেটে ৫৮০ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১৫টি চার ও ৪টি ছয়ে ২৪০ বলে ২০০ রানে অপরাজিত থাকেন নিকোলস। শ্রীলঙ্কার কাসুন রাজিথা ১২৬ রানে ২ উইকেট নেন।

নিউজিল্যান্ড ইনিংসের পর দিনের শেষভাগে ১৭ ওভার ব্যাট করে দুই ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। পেসার ম্যাট হেনরির বলে ৬ রান করে থামেন লঙ্কান ওপেনার ওশাদা ফার্নান্দো। কুশল মেন্ডিসকে খালি হাতে বিদায় দেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল।

অধিনায়ক দিমুথ করুনারত্নে ১৬ ও নাইটওয়াচম্যান জয়সুরিয়া ৪ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের হেনরি-ব্রেসওয়েল ১টি করে উইকেট নিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দারুণ সূচনার পর বৃষ্টিতে পন্ড নিউজিল্যান্ডের ব্যাটিং

দারুণ সূচনার পর বৃষ্টিতে পন্ড নিউজিল্যান্ডের ব্যাটিং

ফলো-অনে পড়েও ১ রানে রোমাঞ্চকর জয়, রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড

ফলো-অনে পড়েও ১ রানে রোমাঞ্চকর জয়, রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরি

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরি

গিলের সেঞ্চুরিতে ভারতের রেকর্ড গড়া জয়

গিলের সেঞ্চুরিতে ভারতের রেকর্ড গড়া জয়