টাইগারদের বোলিং তোপে চাপে আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৫ জুন ২০২৩
টাইগারদের বোলিং তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলামের বোলিং তোপে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুতেই চাপে পড়েছে সফরকারী আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৫ রান করেছে আফগানরা। ৭ উইকেট হাতে নিয়ে ৩৪৭ রানে পিছিয়ে আফগানিস্তান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান করেছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৪৬, মাহমুদুল হাসান জয় ৭৬ রানে আউট হন। দিন শেষে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৪৩ রানে অপরাজিত ছিলেন।

৯ রানে পাঁচ উইকেট হারিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ

বৃহস্পতিবার (১৫ জুন) দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে মাত্র ২০ রান যোগ করে বাংলাদেশ। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে আউট হন। এছাড়াও তাসকিন আহমেদ ২, তাইজুল শূন্য, শরিফুল ইসলাম ৬ রানে আউট হন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন।

জবাবে নিজেদের ইনিংসের শুরুতেই এবাদত ও শরিফুলের বোলিং তোপে পড়ে আফগানিস্তান। ষষ্ঠ ওভারে ওপেনার ইব্রাহিম জাদরানকে ৬ রানে সাজঘরে পাঠান শরিফুল। এরপর আব্দুল মালিককে ১৭ ও রহমত শাহকে ৯ রানে আউট করেন এবাদত।

শান্তর এমন ‘বাধভাঙা’ সেলিব্রেশন একান্ত নিজে

২ রানে অপরাজিত থেকে বিরতিতে গিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। এবাদত ১৫ রানে ২ ও শরিফুল ৬ রানে ১ উইকেট নেন।


শেয়ার করুন :