অশ্বিনের রেকর্ড, শ্রীলঙ্কাকে হারালো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ২৮ নভেম্বর ২০১৭
অশ্বিনের রেকর্ড, শ্রীলঙ্কাকে হারালো ভারত

স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলঙ্কাকে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৩৯ রানের বড় ব্যবধানে হারালো স্বাগতিক ভারত।

ভারতের টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে বড় জয়ে যৌথভাবে এ জয় সেরা। ২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। অপরদিকে এটিই শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

নাগপুরের এ ম্যাচে নিজের ক্যারিয়ারের ৫৪তম টেস্টে ৩শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ভারতের অশ্বিন। দ্রুত ৩শ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন অশ্বিন। ১৯৮১ সালে ক্যারিয়ারের ৫৬ ম্যাচে ৩শ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। এছাড়া চলতি বছর ৫০ উইকেটও পূর্ণ করেছেন অশ্বিন।

শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে ৬ উইকেটে ৬১০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ফলে প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২১ রান করেছিল শ্রীলঙ্কা। ইনিংস হার এড়াতে হাতে থাকা ৯ উইকেট নিয়ে আরও ৩৮৪ রান করতে হতো লংকানদের।

কিন্তু ম্যাচের চতুর্থ দিন ভারতীয় বোলারদের তোপে পড়ে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। এক প্রান্ত আগলে ৮২ বলে ৬১ রান করেন তিনি। এছাড়া দশ নম্বর ব্যাটসম্যান পেসার সুরাঙ্গা লাকমল অপরাজিত ৩১ রান করেন। ভারতের অশ্বিন ৪টি, ইশান্ত-জাদেজা ও উমেশ ২টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ২১৩ রান করার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগামী ২ ডিসেম্বর থেকে দিল্লিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ২০৫ ও ১৬৬, ৪৯.৩ ওভার (চান্ডিমাল ৬১, লাকমল ৩১*, অশ্বিন ৪/৬৩)।
ভারত : ৬১০/৬ডি, ১৭৬.১ ওভার (কোহলি ২১৩, পূজারা ১৪৩, বিজয় ১২৮, রোহিত ১০২*, পেরেরা ৩/২০২)।
ফল : ভারত ইনিংস ও ২৩৯ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।
ম্যাচ সেরা : বিরাট কোহলি (ভারত)।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির পরিবর্তে অধিনায়ক রোহিত

কোহলির পরিবর্তে অধিনায়ক রোহিত

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ শুরু

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ শুরু

রাজশাহীকে হারিয়ে আবারও শীর্ষে খুলনা

রাজশাহীকে হারিয়ে আবারও শীর্ষে খুলনা

লুইস ঝড়ে জয়ে ফিরলো ঢাকা

লুইস ঝড়ে জয়ে ফিরলো ঢাকা