চেন্নাইয়ে বাংলাদেশের জন্য প্রস্তুত লাল মাটির পিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪
চেন্নাইয়ে বাংলাদেশের জন্য প্রস্তুত লাল মাটির পিচ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। টেস্টকে সামনে রেখে শুক্রবার থেকে চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে রোহিত শর্মারা। সেখানেই সামনে এসেছে চেন্নাইয়ের উইকেট। কেমেরায় ধরা পড়েছে, চেন্নাইয়ে তৈরি হয়েছে লাল মাটির পিচ।

চলতি মাসের ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে কেমন হতে যাচ্ছে চেন্নাইয়ের পিচ।যেখানে সাধারণত চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ হয় স্পিন সহায়ক। এবারও লাল মাটির তৈরি পিচেও তেমনটা আশা করা যাচ্ছে।

টেস্ট সিরিজকে সামনে রেখে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় দল যে পিচে অনুশীলন করেছে তা মূলত কালো মাটির ছিল। যেখানে অল্প অল্প ঘাসও ছিল।

চেন্নাইয়ের গরম একটা বড় ইস্যু। শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যেখানে সকাল সাড়ে ৯:টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুশীলনে ঘাম ঝড়িয়েছে ভারতীয় ক্রিকেটাররা। অনুশীলনে দলের সাথে যোগ দিয়েছিলেন নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নি মর্কেল।

পাকিস্তান অতীত, ভারত সিরিজ গুরুত্বপূর্ণ : লিটন দাস

মূল মাঠের প্রধান গ্রাউন্ডের সেন্টারের অতিরিক্ত উইকেটে ভারতীয় দল অনুশীলন করেছে। শুরুতে দুটি নেটে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং বিরাট কোহলি ব্যাটিং অনুশীলন করেন। মূলত সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের কথা মাথায় রেখেই নেট বোলারদের বাছাই করেন তারা।

স্পিনারদের বিরুদ্ধে সুইপ, রিভার্স সুইপের পাশাপাশি এগিয়ে গিয়েও শট খেলেন ভারতীয় ব্যাটাররা। ব্যাট হাতে কনভেনশনাল সুইপ খেলার পাশাপাশি প্যাডেল সুইপও অনুশীলন করেন কোহলিরা।

ভারতে চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

প্রধান গ্রাউন্ডের সেন্টারে কালো মাটির পিচে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং অনুশীলন করলেও লাল মাটির পিচে অনুশীলন করেছেন ভারতীয় বোলাররা। সকলেই দীর্ঘক্ষণ ব্যাটিং এবং বোলিং অনুশীলন করেন।

ভারতের সামনে ব্যস্ত সূচি। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত-কোহলিরা।



শেয়ার করুন :