৫০৮ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ পিএম, ০১ ডিসেম্বর ২০১৮
৫০৮ রানে থামলো বাংলাদেশ

ছবি : ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সবকয়টি উইকেট হারিয়ে ৫০৮ রানে থামলো বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ ১৩৬ রানে আউট হয়ে যান।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন অধিনায়ক সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ রান নিয়ে দ্বিতীয় খেলা শুরু করেন। সাকিব ৮০ রানে ফিরলেও উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অবিচ্ছন্নই থাকেন তারা। মাহমুদুল্লাহ ৭৫ ও লিটন ৫৩ রানে নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ।

লিটন ৬২ বলে ৫৪ রানে ফিরে গেলে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন মাহমুদউল্লাহ। তুলে নেন টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৬ রানে থামেন রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ ১৩৬, অধিনায়ক সাকিব আল হাসান ৮০, সাদমান ইসলাম ৭৬, লিটন দাস ৫৪, মোমিনুল হক-মোহাম্মদ মিথুন ২৯ করে, তাইজুল ইসলাম ২৬, সৌম্য সরকার ১৯, মেহেদি হাসান মিরাজ ১৮, মুশফিকুর রহিম ১৪ ও নাইম হাসান অপরাজিত ১২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু-কেমার রোচ-জোমেল ওয়ারিকান-ক্রেইগ ব্রাফেট ২টি করে এবং রোস্টন চেজ-শিরমন লুইস ১টি করে উইকেট নেন।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান করেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মোমিনুল হক এবং মোহাম্মদ মিঠুন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস, কেমার রোচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষিক্ত ম্যাচে নিজেকে চেনালেন সাদমান

অভিষিক্ত ম্যাচে নিজেকে চেনালেন সাদমান

মুশফিকের চার হাজার রানের মাইলফলক

মুশফিকের চার হাজার রানের মাইলফলক

প্রথমবারের মতো পেসার বিহীন বাংলাদেশ

প্রথমবারের মতো পেসার বিহীন বাংলাদেশ

সাদমানের অভিষেক, লিটনে বাদ মোস্তাফিজ

সাদমানের অভিষেক, লিটনে বাদ মোস্তাফিজ