নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮
নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার মাটিতে  ৩১ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে এশীয় অধিনায়ক হিসেবে একমাত্র বিরাট কোহলির নেতৃত্বে একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে অনন্য রেকর্ড গড়েছেন।

জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শেষ ইনিংসে অলআউট হয়ে যায় ২৯১ রানে। ব্যর্থ হয়ে যায় অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের চোয়াল চাপা প্রতিরোধ। দিনের প্রথম সেশনে গত দিনের অপরাজিত মার্শ-হেড জুটির প্রতিরোধ ভাঙতে পারলেও টিম ইন্ডিয়ার সামনে কাঁটা হয়ে দাঁড়ান অজি অধিনায়ক টিম পেইন।

দিনের শুরুতেই ট্রেভিস হেডকে দুরন্ত বাউন্সারে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। ১৪ রান করে রাহানের হাতে ধরা পড়েন তিনি। পেইনের সঙ্গে ৪১ রানের পার্টনারশিপ গড়ার পর ক্রিজ ছাড়েন মার্শ। ততক্ষণে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ১৬৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে বুমরাহর বলে উইকেটকিপার ঋষভ পন্তের দস্তানায় ধরা দেন মার্শ। কামিন্সকে সঙ্গে নিয়ে লাঞ্চের আগের বাকি সময়টুকু লড়াই চালান পেইন। মধ্যাহ্নভোজের বিরতিতে পেইন অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৪০ রানে।

তবে চায়ের বিরতির পর নিজের ইনিংসকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি পেইন। নতুন করে মাত্র ১ রান যোগ করার পর বুমরাহর বলে আউট হন অজি অধিনায়ক। মিচেল স্টার্ক ৪৪ বলে ২৮ রানের উল্লেখযোগ্য অবদান রেখে শামির বলে সাজঘরে ফেরেন। প্যাট কামিন্স ১২১ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলে বুমরাহর শিকার হন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান লায়ন। ঋষভ পন্তের হাত থেকে জীবন দান পেয়ে লায়ন অপরাজিত থাকেন ৩৮ রানে। অশ্বিনের বলে হ্যাজেলউড আউট হয়ে যান ১৩ রান করে। সেই সঙ্গে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন শামি, বুমরাহ ও অশ্বিন। একটি উইকেট ইশান্ত শর্মার। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা৷


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ হেরে এক ধাপ নিচে পাকিস্তান

সিরিজ হেরে এক ধাপ নিচে পাকিস্তান

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ফলোঅনের স্বাদ

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ফলোঅনের স্বাদ

টেস্ট ইতিহাসে বাংলাদেশের রেকর্ড

টেস্ট ইতিহাসে বাংলাদেশের রেকর্ড