পাকিস্তান কোচ আর্থারকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮
পাকিস্তান কোচ আর্থারকে শাস্তি দিল আইসিসি

পাকিস্তান কোচ মিকি আর্থারকে অশোভন আচরণের জন্য শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন টেলিভিশন আম্পয়ার জোয়েল উইলসনের বিতর্কিত সিদ্ধান্তে অশোভন আচরণ করেন তিনি।

সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ১৪৯ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে তাদের ইনিংসের সপ্তম ওভারে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির বলে প্রথম স্লিপে ক্যাচ দেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। সামনে ঝাপিয়ে ঐ ক্যাচ নেন পাকিস্তানের আজহার আলী।

আজহারের ঐ ক্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করে অন-ফিল্ড আম্পায়ার। তাই আউট নিয়ে নিশ্চিত হতে টিভি আম্পায়ারের সহায়তা নেন তারা। পরে এলগারকে নট আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার। এতে ক্ষুব্ধ হন পাকিস্তানের কোচ আর্থার।

ক্ষুব্ধ হয়ে টিভি আম্পায়ারের রুমে যান এবং সেখানে নিজের রাগ দেখান। যা আইসিসি’র আচরণবিধি ভঙ্গের শামিল। পরে আর্থারের ব্যাপারে আইসিসিকে জানায় ম্যাচ রেফারি ডেভিড বুন। তাই আইসিসি’র কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার এক ডিমেরিট দেয়ায় পাশাপাশি আর্থারকে সর্তকও করে দেয়া হয়।

এ ব্যাপারে আইসিসি পক্ষ থেকে জানানো হয়, ‘আম্পায়ারের একটি সিদ্বান্ত পছন্দ হয়নি আর্থারের। ঐ সিদ্বান্ত নিয়ে টিভি আম্পায়ারের রুমে গিয়ে অশোভন আচরণ করেন আর্থার। এমন আচরণের মাধ্যমে আইসিসির ২ দশমিক ৮ ধারা ভঙ্গ করেছেন আর্থার।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বক্সিং-ডে ১ম টেস্টে পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

বক্সিং-ডে ১ম টেস্টে পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

জোড়া সেঞ্চুরি, জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

জোড়া সেঞ্চুরি, জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

২০১৮ সালের ‘সেরা একাদশে’ সাকিব

২০১৮ সালের ‘সেরা একাদশে’ সাকিব

বিসিএলে প্রথমবারের মতো বিজয়ের রেকর্ড

বিসিএলে প্রথমবারের মতো বিজয়ের রেকর্ড