পূজারার পর পান্থের সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯
পূজারার পর পান্থের সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

ছবি: ক্রিকইনফো

চেতেশ্বর পূজারার পর সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্থ। ফলে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৬৬২ রান তুলেছে ভারত।

৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। পূজারা ১৯৩ রানে ফিরলেও, ১৫৯ রানে অপরাজিত ছিলেন পান্থ। দিন শেষে বিনা উইকেটে ২৪ রান করেছে অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৫৯৮ রানে পিছিয়ে অসিরা।

প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০৩ রান করেছিলো ভারত। পূজারা ১৩০ ও হানুমা বিহারি ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। দ্বিতীয় দিন রানের চাকা সচল রাখেন পূজারা। ক্যারিয়ারের চতুর্থ ডাবল-সেঞ্চুরির পথেই হাটছিলেন তিনি।

তবে অন্য প্রান্তে ব্যাট হাতে বেশি দূর যেতে পারেননি বিহারি। ৪২ রানে থেমে যান তিনি। বিহারির সাথে ১০১ রানের জুটি পর পান্থকে নিয়ে ভারতের স্কোর বড় করতে থাকেন পূজারা। এই জুটিও বড় স্কোর গড়েন। পূজারা-পান্থের কাছ থেকে ৮৯ রান পায় ভারত। তবে নিজের ডাবল-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি পূজারা। ২২টি চারে ৩৭৩ বলে ১৯৩ রানে থেমে যান তিনি। দলীয় ৪১৮ রানে ষষ্ঠ ব্যাটসমান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন পূজারা।

পূজারার বিদায়ে, ভারতের স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন পান্থ। তাই দেখার বিষয় ছিলো, টেল-এন্ডারদের নিয়ে দলের স্কোর কোথায় নিয়ে যান পান্থ। অষ্টম উইকেটে পান্থকে যোগ্য সঙ্গ দেন নয় নম্বরে নামা রবীন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকেন পান্থ-জাদেজা। ফলে তড়-তড় করে বাড়তে থাকে ভারতের স্কোর।

এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন পান্থ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি পাওয়া খেলোয়াড় হলেন পান্থ। গেল বছরের সেপ্টেম্বরে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন পান্থ।

আজ সেঞ্চুরির পরও নিজের ইনিংসটি বড় করছিলেন পান্থ। দেড়শও ছাড়িয়ে যান তিনি। কিন্তু এরপরই ব্যক্তিগত ৮১ রানে আউট হন জাদেজা। আর তখনই ইনিংস ঘোষনা করে ভারত। ৭টি চার ও ১টি ছক্কায় ১১৪ বলে মোকাবেলা করে নিজের ইনিংসটি সাজান জাদেজা।

তখন অন্যপ্রান্তে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৫৯ রানে অপরাজিত থাকেন পান্থ। অষ্টম উইকেটে ২০৪ রানের জুটি গড়েন পান্থ-জাদেজা। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিঁও ১৭৮ রানে ৪ উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বেজে উঠলো মুঠোফোন, অতপর...

সংবাদ সম্মেলনে বেজে উঠলো মুঠোফোন, অতপর...

গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিত চায় দক্ষিণ আফ্রিকা, সমতায় লক্ষ্য পাকিস্তানের

সিরিজ নিশ্চিত চায় দক্ষিণ আফ্রিকা, সমতায় লক্ষ্য পাকিস্তানের

টেস্ট রেকর্ডে বাংলাদেশ ছিল চমৎকার

টেস্ট রেকর্ডে বাংলাদেশ ছিল চমৎকার