৩১ বছর পর দেশের মাটিতে লজ্জায় অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯
৩১ বছর পর দেশের মাটিতে লজ্জায় অস্ট্রেলিয়া

ছবি : ক্রিকইনফো

৩১ বছর পর দেশের মাটিতে ফলো-অনে বাধ্য হলো অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে চলমান সিডনি টেস্টে এ লজ্জায় পড়েছে অসিরা।

১৯৮৮ সালের পর আবারও দেশের মাটিতে ফলো-অনে পড়লো অস্ট্রেলিয়া। তবে ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বশেষ ফলো-অনে বাধ্য হয়েছিল অসিরা। ট্রেন্টব্রিজে অসিদের ফলো-অন করিয়েছিল ইংল্যান্ড।

দেশের মাটিতে সর্বশেষ অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়েছিল ইংল্যান্ড। ভেন্যু ছিল -এ সিডনিই। শেষ পর্যন্ত ঐ ম্যাচটি ড্র হয়েছিল। তবে ৩১ বছর পর দেশের মাটিতে ফলো-অনে পড়া ম্যাচটিকে কী ফল করতে পারে অস্ট্রেলিয়া -সেটির জন্য অপেক্ষা করতে হবে সোমবার শেষ দিনের খেলার শেষ পর্যন্ত।

ফলো-অনে পড়ে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৬ রান করেছে অস্ট্রেলিয়া। ইনিংস হার এড়াতে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৩১৬ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

তবে নিজেদের ক্রিকেট ইতিহাসে ৩৩ বছর পর অস্ট্রেলিয়াকে ফলো-অনে বাধ্য করলো ভারত। সর্বশেষ ১৯৮৬ সালে এই সিডনিতেই অসিদের ফলো-অন করিয়েছিল টিম ইন্ডিয়া। ঐ টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

পুনরায় ডাক পেলেন খাজা-সিডল

পুনরায় ডাক পেলেন খাজা-সিডল

সংবাদ সম্মেলনে বেজে উঠলো মুঠোফোন, অতপর...

সংবাদ সম্মেলনে বেজে উঠলো মুঠোফোন, অতপর...

সৌরভকে ছুঁলেন কোহলি

সৌরভকে ছুঁলেন কোহলি

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ভারত

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ভারত